1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ :

হাসপাতালের জন্য জরুরী বিভাগ খুবই গুরুত্বপূর্ণ- বাগেরহাটে স্বাস্থ্য সচিব

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান বলেছেন, হাসপাতালের জন্য জরুরী বিভাগ খুবই গুরুত্বপূর্ণ। এখানে রোগীরা যেমন দৌড়াদৌড়ি করে আসবে, তেমনি চিকিৎসক ও নার্সদেরও সেভাবে প্রস্তুুত থাকতে হবে। এটা স্বাস্থ্য বিভাগের জন্য খুবই চ্যালেঞ্জিং। আমরা এই সেবা নিশ্চিতের জন্য সবার আন্তরিক হওয়ার আহবান জানান। শনিবার দুপুরে বাগেরহাট ২৫০শয্যা জেলা হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত স্বাস্থ্য সেবায় কমিউনিটি‘র সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, বাগেরহাট সদর হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন নাই। সুযোগ পেলে খুব দ্রুত সময়ের মধ্যে এই বড় দুটি মেশিন বাগেরহাট সদর হাসপাতালে সরবরাহ করা হবে। এছাড়া বাগেরহাট সদর হাসপাতালে যে আইসিইউ রয়েছে, এটি নতুন নয় এরা একবার সেবা দিয়েছে। চিকিৎসক ও নার্স পেলে আবারো আইসিইউ সেবা চালু করা হবে। এছাড়া হাসপাতালে যে চিকিৎসক সংকট রয়েছে তা পূরণ করার জন্য আশ্বাস দেন এই কর্মকর্তা। খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, সাবেক সচিব ড. মোঃ মশিউর রহমান, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, ড. মো: ফরিদুল ইসলাম, ২৫০শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, সমাজ সেবক রফিকুল ইসলাম জগলু, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম প্রমুখ।অনুষ্ঠানে বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ.স.ম মো: মাহবুবুল আলম, বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, খাদেম নেয়ামুল নাসির আলাপসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় বাগেরহাটের স্বাস্থ্য সেবার উন্নয়নে নানা পরিকল্পনার বিষয়ে জানান বক্তারা।এর আগে হাসপাতাল পরিদর্শন ও নতুন অপারেশন কমপ্লেক্স উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান। পরে বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ও জেলা শহরের বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন এই কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট