1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাইয়ের প্রথম ১২ দিনেই এসেছে ১০৭ কোটি ডলার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বান ৫৯ ব্রিটিশ এমপির জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন খরচ কম হওয়ায় ৫ হাজার হাজিকে ৮ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার শিয়াল মারার বিদ্যুৎ এর ফাঁদে কৃষকের মৃত্যু।। মামলা না করতে হুমকি বাগেরহাটে মাদার তেরেসা স্বর্ণপদক পেলেন ডা: নজরুল ইসলাম ফারুকী খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুল এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণের গৌরব অর্জন বাগেরহাটে স্বাস্থ্য সেবার মান্নোন চাই সমতা, জবাবদিহিতা বিষয়ক প্রশিক্ষন প্রবল বৃষ্টিপাতে পাইকগাছা পৌর বাজারের নাকাল অবস্থা বাগেরহাটে কোটি টাকার ইয়াবাসহ আটক ১

শিয়াল মারার বিদ্যুৎ এর ফাঁদে কৃষকের মৃত্যু।। মামলা না করতে হুমকি

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শায় অবৈধ ভাবে হাঁসের ফার্মে শিয়াল মারার জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়ায় সেই সংযোগের জিআই তারে স্পৃষ্ট হয়ে আহাদ আলী (৭২) নামে এক কৃষক মারা গেছে।

নিহত আহাদ আলী শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাহাদুর মোড়লের ছেলে। অপরদিকে হাঁসের খামারের মালিক সোহাগ হোসেন ওরফে কালু একই গ্রামের ইউনুস আলীর ছেলে।

রোববার সকালে শার্শার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটলে হাঁসের খামারটি বিক্ষুদ্ধ গ্রামবাসি ভাংচুর করে। এঘটনায় খামার মালিক পক্ষের লোকজন মৃত আহাদ আলীর একটি ঘরের চাল ভেঙ্গে দিয়েছে এবং মামলা না করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগি পরিবার।

মৃত আহাদ আলীর বৌমা জুলেখা বেগম বলেন, তার শশুর বাড়ি থেকে সকালে তাদের জমিতে কাজ করতে যায়। তাদের জমির পাশে ছিল একই গ্রামের কালুর হাঁসের খামার। সে ওই খামারে শিয়াল মারার জন্য প্রতিদিন বিকেল থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ এর তারে সংযোগ দিয়ে রাখত। ওই সংযোগের তার তাদের জমির আইলের উপর দিয়ে ফেলে রাখা হয়। আজ সকালে কালু বিদ্যুৎ লাইন বন্ধ না করায় এ দুর্ঘটনার শিকার হয় তার শ্বশুর।

তিনি বলেন, কালুর চাচাতো ভাই জুয়েল বাড়ি এসে নিজেকে পুলিশের বড় গোয়েন্দা পরিচয় দিয়ে ভূক্তভোগি পরিবারকে মামলা না করার জন্য হুমকি দেয়। আমার স্বামীসহ তারা তিন ভাই বিদেশ থাকায় আমাদের বাড়িতে কেউ নেই। আমরা তাদের হুমকির জন্য মামলা করতে ভয় পাচ্ছি।

গ্রামবাসীরা জানায়, এর আগে ওই খামারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গরু, কুকুর ও শিয়াল মারা যাওয়ায় গ্রামবাসি খামার মালিককে শিয়াল মারার জন্য পেতে রাখা বিদ্যুৎ তারটির সংযোগ বিচ্ছিন্ন করতে বলে। কিন্তু তারা তাদের গ্রামবাসীর কথা না মেনে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করায় এ দুর্ঘটনার শিকার হয় আহাদ আলী। গ্রামবাসি আরো জানায়, কালুর চাচাতো ভাই পুলিশের গোয়েন্দা অফিসার জুয়েল নিহত আহাদের বাড়ি এসে মামলা না করার জন্য চাপ দেয় ভুক্তভোগি পরিবারকে।

জুয়েল কে, পুলিশ এর কোন পদে আছে জিজ্ঞাসা করলে জুয়েল জানায়, সে একজন কনস্টেবল। এর আগে সে ডিবিতে ছিল। মামলা না করতে হুমকি দিয়েছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমি তাদের কোন হুমকি দেয়নি।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম কে রবিউল ইসলাম বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রামচন্দ্রপুর গ্রামে একজন মারা গেছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ এজাহার দায়ের করেনি। এজাহার দায়ের ও ময়না তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট