নিজস্ব প্রতিনিধি:: ‘‘নগর পরিবেশ ব্যবস্থাপনা পরিষেবা সম্পর্কিত সহযোগিতা প্লাটফর্ম’’ শীর্ষক কর্মশালা মঙ্গলবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান। কেসিসি, কেডিএ, ডিওই, বিএফডি, পার্টনার এনজিও, নগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাসহ সংশ্লিষ্ট সরকারি বিভাগের প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ততার কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ শহরমুখী হচ্ছে এবং শহর অথবা শহরতলীতে অপরিকল্পিতভাবে বসবাস করছে। অনেকেই আবার উম্মুক্ত স্থানসহ খাল ও ড্রেনে বর্জ্য ফেলছে। ফলে ভরাট হয়ে যাচ্ছে প্রাকৃতিক জলাধারসমূহ। হ্রাস পাচ্ছে সবুজায়ন। এ পরিস্থিতি থেকে উত্তরণের প্রথম ধাপ হিসেবে প্রাথমিক শিক্ষায় সবুজায়ন ও জলাধার সংরক্ষণ বিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করার ওপর তিনি গুরত্বারোপ করেন। পাশাপাশি উন্নত দেশগুলি তাদের বনাঞ্চল ও প্রাকৃতিক জলাধার কিভাবে সংরক্ষণ করছে সে বিষয়ে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সমগ্র জনগোষ্ঠীকে সচেতন করা গেলে বিদ্যমান পরিস্থিতি থেকে ধাপে ধাপে উত্তরণ সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
জার্মান ভিত্তিক দাতা সংস্থা জিআইজেড-এর সহযোগিতায় ‘‘সকলের জন্য বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক শহর (এলআইসিএ)’’ প্রকল্পের আওতায় এ কর্মশালা আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং দাতা সংস্থা জিআইজেড-বাংলাদেশ যৌথভাবে খুলনা মহানগরীতে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
সহযোগিতা প্লাটফর্মটি নগর পরিবেশ ব্যবস্থাপনা ও পরিষেবা সংশ্লিষ্ট সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানকল্পে একটি রূপরেখা প্রণয়ন করবে যা স্থানীয় সরকারকে আরও শক্তিশালীকরণে এবং সুন্দর খুলনা গড়তে সহায়ক হবে বলে সভায় জানানো হয়।
খুলনা বিশ^বিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান ড. রুমানা আসাদ, ইউআরপি ডিসিপ্লিনের শিক্ষক এসএম তাফসিরুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইউআরপি বিভাগের শিক্ষক ড. তুষার রায়, কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, কেডিএ’র প্লানিং অফিসার আবু সাইদ, পরিবেশ অধিদপ্তর-খুলনার সহকারী পরিচালক মো: মঈনুল হক, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, জিআইজেড-এর আরবান রিজিওনাল এডভাইজার আবু মুজাফফর মাহমুদ ও প্রকল্প কর্মকর্তা আতিয়ার রহমান, বাস্তুহারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল কালাম আজাদ সহ বেসরকারি সংস্থার প্রতিনিধি ও নগরীর বিভিন্ন ওয়ার্ড এলাকার সমাজকর্মীবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।
Leave a Reply