পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে নার্সারীতে উৎপাদনকৃত “ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা ধ্বংসকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার(১৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুরের নামক স্থানের নার্সারিতে “ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের সাড়ে দশ হাজার চারা” ধ্বংসকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, পিআইও রাজীব বিশ্বাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কমলেশ দাশ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।
Leave a Reply