বাগেরহাট প্রতিনিধি:: জুলাই-আগস্টে বাগেরহাটে গণঅভ্যুত্থানের সময় নিহত ৯ জন শহীদকে স্মরণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও সুন্দরবন পূর্ব বিভাগের যৌথ উদ্যোগে বাগেরহাট সার্কিট হাউস চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আলমগীর মোল্লার পুত্র সাগর মোল্লা,
বৈষম্যবিরোধী ছাত্রনেতা শেখ বাদশা, জুলাই যোদ্ধা শেখ সামিউল আহমেদ, আব্দুল আল ইমরানসহ নিহত ব্যবসায়ী ও ছাত্রদের স্বজনরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বাগেরহাট জেলায় নয় জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হলেন তারা হলেন,আলমগীর মোল্লা,আলিফ আহমেদ সিয়াম,মাহফুজুর রহমান,নূরু বেপারি, মো: ছাব্বির ইসলাম সাকিব,জসিম ফকির, শাহরিয়ার হাসান আলভী,বিপ্লব শেখ,শাহিন হাওলাদার।
এ সময় বক্তারা বলেন ,২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৯ জনের স্মরণে সার্কিট হাউস চত্বরে ৯টি বকুল গাছের চারা রোপণ করা হয়েছে।
এই গাছ শুধু বৃক্ষ নয়, এটি শহীদদের আত্মত্যাগের চিহ্ন হয়ে প্রজন্মের পর প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে দেশের জন্য তাদের অবদান।
এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসীর মাঝে গভীর আবেগ ও শ্রদ্ধার আবহ তৈরি করেছে।
Leave a Reply