দাকোপ প্রতিনিধি:: দাকোপে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে কো-ডিজাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ শে জুলাই) বেলা ১১টায় দাকোপ উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরের হলরুমে উত্তরণের দাকোপ উপজেলা এরিয়া ম্যানেজার সেলিম স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন।
অনুষ্ঠানে একশান রিসার্চ প্রোগ্রাম অন পোল্ডারস অফ দ্যা ফিকচার সাসটেইনেবল ইন পোল্ডার ওয়াটার ম্যানেজ মেন্ট এন্ড রেমিলিয়েন্ট লাইভ লিহুড ইন পোল্ডার উপজেলার ৩১ এ সামগ্রিক পানি ব্যবস্থাপনা ও টেকসই অর্থনীতি বিষযে গবেষণা কার্ষক্রম বিষয় আলোচনা হয়।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান। উওরণের ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট কর্মকর্তা মো: মাহাফুজুর রৃহমান। পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যক্ষ দিবাকর মন্ডল, এ্যাড মহানন্দ সরকার, অধক্ষ অসীম কুমার থান্দার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারিক, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম সহ সাংবাদিক ও জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Leave a Reply