বাগেরহাট প্রতিনিধি:: উপজেলা পর্যায়ে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত সক্ষমতা বৃদ্ধি ও শিখনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই (সোমবার), বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় অনুষ্ঠিত হলো “জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা বিষয়ক উপজেলা পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময় সভা”। এই কর্মসূচিটি AOSED ও CARE Bangladesh এর যৌথ উদ্যোগে MAP-CDRFI প্রকল্প এর আওতায় আয়োজন করা হয়। সভায় স্থানীয় সরকার প্রতিনিধি, সুশীল সমাজ, নারী ও তরুণ প্রতিনিধিসহ বিভিন্ন স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে উপস্থাপিত হয় জলবায়ু পরিবর্তন জনিত সংকট, দুর্যোগ ঝুঁকি, অর্থায়ন ও বীমা কাঠামো, এবং উপকূলীয় অঞ্চলের স্থানীয় বাস্তবতা।
অগ্রদূত ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলমগীর হোসের মিরু। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ম্যাপের আহবায়ক সৈয়দ শওকাত হোসেন, বাগেরহাট জেলা ম্যাপের সদস্য নার্গিস আক্তার লুনা, কেয়ার বাংলাদেশ শরণখোলার এসপিও মীর হুমায়ুন কবির। এছাড়া উপকূলীয় বাংলাদেশের জলবায়ু পরিবর্তন জনিত বহুমাত্রিক সংকট প্রেক্ষাপট, প্রভাব ও প্রাসঙ্গিক বিশ্লেষণ বিষয়ক পেপার উপস্থাপন করেণ অ্যাওসেডের লার্ণিং এন্ড এ্যাডভোকেসী অফিসার বাহলুল আলম, অন্যান্যের মধ্যে উক্ত প্রোগ্রামে উপস্থিত থেকে আলোচনা করেন উপজেলা ম্যাপের আহবায়ক আব্দুল ওয়াদুদ আকন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: শামীম হাসান সুজন, উপজেলা ম্যাপ সদস্য মো: অহিদুজ্জামান ডালিম, সুমা হাওলাদার, আবুর আসলাম তুহিন, তাসমিয়া আক্তার, সালমা আক্তার, সরোয়ার হোসেন, অ্যাওসেডের হেড অব প্রোগ্রাম শংকর রজ্ঞন সরকার, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার হানিফ খান প্রমূখ।
এই ধরনের শিখনমূলক সভা স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি, নীতিগত অগ্রগতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠকে দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply