দাকোপ(খুলনা) প্রতিনিধি:: খুলনার দাকোপে মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা মাঠে এক সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গত ১৯ জুলাই দলের কেন্দ্রীয় সমাবেশে যাওয়ার পথে জামায়াতের দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়। সে উপলক্ষ্যে দলের কেন্দ্রীয় আমির ও সেক্রেটারী জেনারেল মঙ্গলবার সকাল ১০ টায় হেলিকপ্টার যোগে দাকোপে আসেন। আমিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দাকোপে এসে প্রথমে শহীদ মাওলানা আবু সাঈদের কবর জিয়ারাত করেন। এরপর তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাত করে তাদের সমবেদনা জানান। এরপর উপজেলা জামায়াত আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডা. শফিকুর রহমান বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন সফল করতে গিয়ে মাওলানা আবু সাঈদ শহীদ হয়েছেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন এগিয়ে নিয়ে কুরআনের শাসন ব্যবস্থা কায়েম করবো ইনশাল্লাহ। পথ সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দাকোপ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আকতারুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারী অধ্যাপক ওয়াহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় জামায়াতনেতা মুহাঃ আঃ খালেক, মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসাইন, মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান, সহ-সেক্রেটারী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম, অধ্যাপক আঃ রব, খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ আবু ইউসুফ, বিল্লালিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, পাইকগাছা উপজেলা আমির মাওলানা আবু সাঈদ, কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, বাগেরহাট-৩ আসনের দলীয় প্রার্থী এ্যাডঃ আঃ ওয়াদুদ, হরিনটানা থানা আমির এস এম আঃ গফুরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পথ সভায় খুলনা, বাগেরহাট এবং সাতক্ষিরা জেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মি যোগদান করায় সেটি জনসভায় রুপ নেয়। পথ সভা শেষে নেতৃবৃন্দ হেলিকপ্টার যোগে পাবনার উদ্দেশ্যে দাকোপ ত্যাগ করেন।
Leave a Reply