বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের রামপাল উপজেলার গ্রাম আদালত বিষয়ক ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার(২২ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত বিষয়ক প্রকল্পের ডি এম অ্যাডভোকেট মোঃ তৌফিকুল ইসলাম।
এ সময় উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগন এর সাথে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক বিষয়ে আদালতের রেজিস্টার ফরম ফরমেট বিতরণ করা হয়, একই সাথে ত্রৈমাসিক কার্যক্রম উপস্থাপনে গ্রাম আদালতের মামলা বাড়ানোর বিষয়ে পরামর্শ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত গুরুত্বতার সাথে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার সাথে গ্রাম আদালতের কার্যক্রমের বিষয়ে আলাপ-আলোচনা করেন। কোন ইউনিয়নে কি সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা ও সমস্যার সমাধানের নির্দেশনা প্রদান করেন। মাসের সঠিক সময়ে মামলার রিপোর্ট করা। এবং মাসে প্রত্যেক ইউপি থেকে কমপক্ষে পাঁচটি করে মামলা টার্গেট ও সার্বিকভাবে জনগণের সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন । তিনি আরো বলেন গ্রাম আদালতের উপরে মানুষের আস্থা বাড়াতে বিভিন্ন ভাবে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের উপরে প্রচার-প্রচারনার কার্যক্রম চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মনিরুল হক সরদার উপজেলা সমন্বয়কারী বাগেরহাট সদর ও রামপাল। অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রশাসন, রামপাল, বাগেরহাট।
Leave a Reply