বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পিতা কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে যখম করেছে সন্ত্রাসী।
সোমবার রাতে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাতি মোড়ে এ ঘটনা ঘটে।
আহত বাবা বাবু গোলদার (৪২) কে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
আকাশের বাবা আহত বাবু গোলদার অভিযোগ করে বলেন, তাঁর জামাতা ওমান প্রবাসি তার মেয়ে নাতনিকে মাদ্রাসায় পড়ানোর কারনে যাত্রাপুর বাজারে আলী ডাক্তারের বাড়িতে ভাড়া থাকে সেখানে দীর্ঘদিন ধরে আমার মেয়েকে উত্ত্যক্ত করে আফরা গ্রামের কুদ্দুস শেখ, হাসান সেখ, হোসেন শেখ, মেহেদী নওমুসলিম, মহম্মদ সোহেল।
এ ঘটনা আমাকে জানালে আমি সোমবার রাত ৯ টার দিকে বেনেগাতী মোড়ে গিয়ে হাসান ও হোসেনকে ডেকে বিষটি জানতে চাইলে এক পর্যায়ে আমার সাথে কথা কাটাকাটি হয়। এ সময় তারা আমার মাথায় রামদা দিয়ে কোপদেয় আমি সরে গেলে আমার ছোখের উপরে লাগে এসময় আমি পড়ে গেলে লাঠি দিয়ে আমাকে বেধড়ক মারপিট করে। ঐ সময় আমার ডাক চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে অভিযুক্ত হোসেন বলেন, বাবুর মেয়ে আকাশি ও সোহেল যাত্রাপুর বাজারের আলী ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া এদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে সে বিষয়টি আমরা মীমাংসা করার চেষ্টা করেছি। এ হামলার ঘটনার সাথে আমরা জড়িত নয়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদু উল হাসান বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত-পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply