পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষিতে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় খুলনার পাইকগাছায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, আসাদুজ্জামান খোকন, শেখ আসাদুজ্জামান ময়না, আবু মুছা সরদার, মফিজুল ইসলাম টাকু, বিএম আকিজ উদ্দীন, গোলাম রব্বানী, হুরায়রা বাদশা, এস. এম. শামছুজ্জামান, আসাদুজ্জামান মামুন, রাসেল হোসাইন, মুনছুর গাজী, মিজানুর রহমান, আব্দুল মজিদ মিস্ত্রী, আবু হানিফ, সুফিয়ান গোলদার, সুমন গাজী, নজরুল ইসলাম, কামাল হোসেন, শেখ রফিকুল, আসাদুজ্জামান কেরামত, মো. বাচ্চু, শেখ আমিন উদ্দিন, জাহিদ হাসান, মুস্তাকিম গাজী, আরিফ হোসেন গাজী, শেখ জাকারিয়া ভুট্ট, মো. ওসমান, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, জিয়াউল হক, খন্দকার রফিকুল ইসলাম, হাসানুর রহমান, শাহ আলম, ফরিদুল, শাহিনুর, গোলাম রসুল, আজিম, কুদ্দুস মোড়ল, জয়নালসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা আবু মুছা।
Leave a Reply