1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেধা তালিকায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় তাদেরকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার বিকেলে স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর’র বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও সহকারী বিদ্যালয় পরিদর্শক বাবুল হাওলাদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা সরকারি (ডিগ্রী) মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাস, বারোআড়িয়া শহীদ স্মরণী কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ আহম্মেদ, গরিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ সুশাংক মল্লিক, সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক অন্নদাশঙ্কর রায় , হাটবাটি মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র অরিত্র ঘোষ, সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্রী প্রিয়ন্তী মন্ডল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও কৃতি ছাত্র- ছাত্রীবৃন্দ এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিবাবকবৃন্দ। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেষ্ট, সনদ ও পুরস্কার তুলে দেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট