1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়ালো ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি ১১ দিনের ‘বিশেষ সতর্কতার’ নির্দেশনার বিষয়ে জানা নেই-আইজিপি নারায়ণগঞ্জে কোস্টগার্ডেন অভিযানে সাড়ে ৩ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ পাইকগাছার রাস্তায় মানসিক ভারসাম্যহীন নারীর কন্যা সন্তান প্রসব রকিবুল ইসলাম বকুলের রোগমুক্তি কামনায় ১১ নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনের সংকটাপন্ন প্রাণী বাঘ সুরক্ষায় সমন্বিত পরিকল্পনা চাই বাগেরহাটে মিথ্যা সংবাদ পরিবেশন করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন মোংলাকে শতভাগ রপ্তানিমুখী বন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দাকোপে ক্ষুদ্রমৎস্য ব্যবসায়ি এবং মৎস্যচাষিদের মাঝে ইনসুলেটেড ফিশবক্স বিতরন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

দাকোপ(খুলনা) প্রতিনিধি:: খুলনার দাকোপে ২৫জন ক্ষুদ্রমৎস্য ব্যবসায়ি এবং মৎস্যচাষির মধ্যে ইনসুলেটেড ফিশবক্স বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১ টায় দাকোপের পানখালী ইউনিয়নের বারুইখালী-বসুন্দিয়া প্রণব মঠের মাঠে এই বিতরন কার্যক্রম সম্পন্ন হয়।
কমিউনিটি বেইজড ক্লাইম্টে রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে এই ফিশবক্স বিতরন করা হয়। ইনসুলেটেড ফিশবক্সের মাধ্যমে ক্ষুদ্রমৎস্য ব্যবসায়ি এবং মৎস্যচাষিগণ তাদের মাছকে দীর্ঘসময় সতেজ ও গুণগতমান বজায় রাখতে সক্ষম হবেন। ইনসুলেটেড ফিশবক্স হলো মাছকে দীর্ঘক্ষণ অধিকমাত্রায় ঠান্ডা রাখার এক ধরনের বিশেষ পাত্র। এই ফিশবক্স তাপ কু-পরিবাহী হওয়ার কারণে বাইরের তাপমাত্রা সহজেই ভেতরে এবং ভেতরের তাপমাত্রা সহজেই বাইরে চলে যেতে পারে না। ফিশবক্সে মাছকে বরফশীতল করতে বক্সের ভেতরে কুচিবরফ দিতে হয়। বিতরণকৃত এক একটি ফিশবক্সে ৮০-৯০কেজি মাছ এবং ২৫-৩০কেজি বরফ ব্যবহার করা যাবে। প্রকল্প পরিচালক মো: শামছু উদ্দিন ও প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়কারী ড. মো: আবুল হাছানাত ঢাকা হতে সরাসরি অনলাইনে সংযুক্ত হয়ে বিতরণ সভায় বলেন, এই প্রকল্পটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র তত্ত্বাবধানে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর খুলনা অঞ্চলের ৫টি উপজেলায় বাস্তবায়ন করছে। খুলনা অঞ্চলের ১২৫ জন মৎস্য ব্যবসায়ি এবং মৎস্যচাষির মধ্যে ১২৫টি ইনসুলেটেড ফিশবক্স বিতরন করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার পক্ষ থেকে ড. রফিকুল ইসলাম খান, মো: মাছুদুর রহমান এবং দাকোপ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ। দাকোপের আচাভুয়া কমিউনিটির ২৫জন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ি এবং মৎস্যচাষি নিয়ে ২০২৩ সালে একটি সিবিও (কমিউনিটি বেইজ অরগানাইজেশন) গঠন করা হয়। তাদের মধ্যে ১৫জন নারী এবং ১০জন পুরুষ সদস্য ছিলেন।
উল্লেখ্য যে, মৎস্য অধিদপ্তরের একটি গবেষণা বলছে- বাংলাদেশে সাধারণভাবে মৎস্য আহরণোত্তর মাছের গুণগতমান নষ্ট হওয়ার পরিমান শতকরা প্রায় ৩০ভাগ। মাছের এই গুণগতমানের অবনতি ঠেকাতে প্রকল্প এই টেকনোলজি গ্রহণ করে এবং সেই মোতাবেক সিবিও’র অংশীজনের মধ্যে ফিশবক্স তৈরি ও বিতরন করে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট