মোঃ জাহিদুল ইসলাম:: খুলনা, পাইকগাছার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে দিনব্যাপী একটি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দিনব্যাপী জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালী হাই স্কুল প্রাঙ্গণে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালর সহযোগিতায় চক্ষু ক্যাম্পে মোট ৩৮৩ জন রোগী চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
এর মধ্যে ১৫১ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় এবং ২৩ জনকে বিনামূল্যে ও স্বল্পমূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।
চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক (রেগুলেটরি অ্যাফেয়ার্স) মোঃ আবু সাঈদ, খুলনা-২ অঞ্চলের ব্যবস্থাপক সমিত বসু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানবিক এ কার্যক্রমে সহযোগিতা করেছে।
Leave a Reply