বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে কিন্ডারগার্টেন ও সমমানের স্কুলের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ), বাগেরহাট জেলা শাখার আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এই মানববন্ধনে অংশগ্রহন করেণ।
মানববন্ধেনে বক্তব্য দেন, বিকপ বাগেরহাট জেলা শাখার আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব মোঃ ওবায়দুল ইসলাম শাহীন, শিক্ষক শেখ আবুল কালাম, হাওলাদার রুহুল আমিন, মোঃ হায়দার আলী, শেখ সোহাগ হোসেন, সম বাবর আলী, অসীম কুমার ঘোষ, শান্তনু সরকার, রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বছরের শুরুতেই সরকারিভাবে বিনামূল্যে বই প্রদান করা হয়। ৫ম শ্রেনিতে সরকারি প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ গ্রহন করেন শিক্ষার্থীরা। সম্প্রতি প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রনালয়ের এক নির্দেশনায় এ বিদ্যালয়গুলোর ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা সরকারিভাবে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। শিক্ষাক্ষেত্রে একই মন্ত্রনালয়ের দুই নিয়ম এবং বৈষম্য কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের হতাশ করেচে। ইতোপূর্বে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় যেভাবে অংশ গ্রহন করেছে, এবারও একই নিয়মে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান মাববন্ধনকারীরা।
বিকপ বাগেরহাট জেলা শাখার আহবায়ক মোঃ জাকির হোসেন, বলেন, সরকারি সকল নিয়মকানুন মেনে কিন্ডার গার্টেনগুলো পরিচালিত হয়। বিগত দিনগুলোতে কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেছে। ৫ম শ্রেনির বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের একটি স্বপ্ন থাকে। এটা থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করাটা খুবই অন্যায়। আমরা সরকারের কাছে আবেদন জানাব সরকার যাবে পূবের্র ন্যায় শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করার সুযোগ দেওয়ার দাবি জানান এই শিক্ষক।
Leave a Reply