1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কমলো ১৫ শতাংশ.বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ আটক সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন আ.লীগ নেতাকে ভারতে যেতে না দিয়ে ফেরত পাঠালো বেনাপোল ইমিগ্রেশন পুলিশ মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব-জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে নাগরিক ফোরামের বিক্ষোভ দাকোপে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন-আমীর এজাজ বিএনপি চুরি করে নয়,সরাসরি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়- আমীর এজাজ খান সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে-জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব কপিলমুনিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বদরুল আলম

১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে নাগরিক ফোরামের বিক্ষোভ

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা-কয়রা সড়কের ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত ভেঙে পড়া অংশ দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাগরিক ফোরাম, পাইকগাছা-কয়রা।

শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টায় কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন কয়রা-পাইকগাছা অঞ্চলের নাগরিক।
দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে কর্মসূচিতে “১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত রাস্তাটি দ্রুত পূর্ণাঙ্গ সংস্কার করো”—এই স্লোগান যেমন উঠে আসে, তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে “খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে স্থানীয় প্রার্থী চাই” দাবিও প্রবলভাবে তুলে ধরা হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদ জাহিদ আল কাদির জ্যোতি।
সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপির দেশব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের খুলনা জেলা টিম প্রধান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, খুলনা-৬ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।

সমাবেশে বক্তব্য রাখেন কপিলমুনি প্রেস ক্লাবের আহ্বায়ক ও সাংবাদিক এইচ. এম. সফিউল ইসলাম, বিএনপি নেতা শেখ সাদিকুজ্জামান, অ্যাডভোকেট দীপংকর সাহা, শেখ আবু তালেব, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির, মাসুদ সানা প্রমুখ।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফারুক হোসেন, আক্তার হোসেন, মিজানুর রহমান মসলিশ, নাজমুল, হাবিবুর রহমান হাবিব, মো. জাহিদুল ইসলাম, আক্তারুল ইসলামসহ এলাকার জনসাধারণ।

বক্তারা অভিযোগ করে বলেন, বহু বছর ধরে অবহেলিত এই গুরুত্বপূর্ণ সড়কটি পূর্ণাঙ্গ সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বর্ষা মৌসুমে সড়কটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ফলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তারা আরও বলেন, জনগণের মর্যাদা রক্ষায় ও স্থানীয় উন্নয়নের স্বার্থে খুলনা-৬ আসনে একজন প্রকৃত স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।
একইসঙ্গে তারা বহিরাগত প্রার্থীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট