পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা-কয়রা সড়কের ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত ভেঙে পড়া অংশ দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাগরিক ফোরাম, পাইকগাছা-কয়রা।
শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টায় কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন কয়রা-পাইকগাছা অঞ্চলের নাগরিক।
দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে কর্মসূচিতে “১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত রাস্তাটি দ্রুত পূর্ণাঙ্গ সংস্কার করো”—এই স্লোগান যেমন উঠে আসে, তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে “খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে স্থানীয় প্রার্থী চাই” দাবিও প্রবলভাবে তুলে ধরা হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদ জাহিদ আল কাদির জ্যোতি।
সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপির দেশব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের খুলনা জেলা টিম প্রধান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, খুলনা-৬ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।
সমাবেশে বক্তব্য রাখেন কপিলমুনি প্রেস ক্লাবের আহ্বায়ক ও সাংবাদিক এইচ. এম. সফিউল ইসলাম, বিএনপি নেতা শেখ সাদিকুজ্জামান, অ্যাডভোকেট দীপংকর সাহা, শেখ আবু তালেব, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির, মাসুদ সানা প্রমুখ।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফারুক হোসেন, আক্তার হোসেন, মিজানুর রহমান মসলিশ, নাজমুল, হাবিবুর রহমান হাবিব, মো. জাহিদুল ইসলাম, আক্তারুল ইসলামসহ এলাকার জনসাধারণ।
বক্তারা অভিযোগ করে বলেন, বহু বছর ধরে অবহেলিত এই গুরুত্বপূর্ণ সড়কটি পূর্ণাঙ্গ সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বর্ষা মৌসুমে সড়কটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ফলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তারা আরও বলেন, জনগণের মর্যাদা রক্ষায় ও স্থানীয় উন্নয়নের স্বার্থে খুলনা-৬ আসনে একজন প্রকৃত স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।
একইসঙ্গে তারা বহিরাগত প্রার্থীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান
Leave a Reply