1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধান শিক্ষিকা না ডাকলে আজ হয়তো আমি বেঁচে থাকতাম না-মাইলস্টোনের অধ্যক্ষ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের শার্শার এক যুবকের মৃত্যু খুলনায় জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী পালন বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে সর্বদলীয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কমলো ১৫ শতাংশ.বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ আটক সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন আ.লীগ নেতাকে ভারতে যেতে না দিয়ে ফেরত পাঠালো বেনাপোল ইমিগ্রেশন পুলিশ মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব-জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

খুলনায় জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাইয়ের মায়েরা (গড়ঃযবৎং ড়ভ ঔঁষু)’ শীর্ষক অভিভাবক সমাবেশ শনিবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার। খুলনা জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই আন্দোলনে সকল শহীদের মায়ের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান অতিথি বলেন, জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। জুলাই বিপ্লবের আগে বাংলাদেশ যে দুর্যোগের মধ্যদিয়ে অতিক্রম করছিল সেটারই অবসান ঘটিয়েছে ছাত্র-জনতার চব্বিশের গণআন্দোলন। এই আন্দোলনে ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন করে বাংলাদেশ পেয়েছি ঠিকই, তবে তার বিনিময়ে অনেক বাবা-মায়েরা তাদের সন্তানকে হারিয়েছে। সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা একজন বাবা-মা ভালোভাবে জানেন। স্বজন হারানোর ব্যাথা শুধু সেই জানে যে হারিয়েছে। এসময় প্রধান অতিথি আরও বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন করে একটি বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে তো আর আমরা ফিরে পাবো না তবে এর প্রতিদান হিসেবে জুলাই সনদ হওয়া আবশ্যক বলে তিনি জানান।
অনুষ্ঠানে শহীদ শেখ মোঃ সাকিব রায়হানের মা নুরুন নাহার বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) আবু সিদ্দিক শুভ্র, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনার সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জুলাই যোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, গণঅধিকার পরিষদের সদস্য শেখ রাশিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শেখ দিদরুল আলম, শিক্ষার্থী সাইফ নেওয়াজ, জুলাই কন্যা শামসুন নাহার নিশিসহ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণআন্দোলন বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্য, জুলাইয়ের মায়েরা, ছাত্র প্রতিনিধিরা উপস্থিত থেকে আন্দোলনের সময়ের সহিংসতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট