1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ পাইকগাছায় চার ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ও প্রতিবাদ সভা নেট-পাটা অপসারণের দাবি পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন পূনর্বহালের দাবিতে স্মারকলিপি প্রদান খাদ্য বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় মহানগরীর ৩ নং ওয়ার্ডে ওএমএস কার্যক্রম পরিচালিত বাগেরহাটে জলবায়ু সহনশীল কৃষি নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত শিক্ষার আলো ছড়াতে মোংলায় কোস্টগার্ডের শিক্ষা সামগ্রী বিতরণ প্রধান শিক্ষিকা না ডাকলে আজ হয়তো আমি বেঁচে থাকতাম না-মাইলস্টোনের অধ্যক্ষ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের শার্শার এক যুবকের মৃত্যু খুলনায় জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে জলবায়ু সহনশীল কৃষি নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগষ্ট) সকালে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং এ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের যৌথ আয়োজনে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোতাহার হোসেন। এসময় অন্যন্যদের মধ্যে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বাগেরহাট প্রেস ক্লাবের সহ-সভাপতি এসএম রাজ, বাঁধন মানব উন্নয়ন সংস্থার মিডিয়া কোঃ অর্ডিনেটর সৈয়দ শওকত হোসেন, এছাড়া রামপাল ও বাগেরহাট এর বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি
কর্মকর্তাগণ, বিভিন্ন উপজেলার কৃষকবৃন্দ, বাঁধন মানব উন্নয়ন সংস্থার
অর্ধশতাধিক যুব সদস্য এ সভায় অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, উপকূলীয় জেলা বাগেরহাটে লবণাক্ততা, জলাবদ্ধতা ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে কৃষি খাত মারাত্মক হুমকিতে পড়েছে। তাই পরিবেশবান্ধব,স্বল্প ব্যয়ে পরিচালনাযোগ্য এবং জলবায়ু সহনশীল ‘অ্যাগ্রোইকোলজি’ পদ্ধতির চর্চা এখন সময়ের দাবী। সভায় জানানো হয়, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নেতৃত্বে স্থানীয় কৃষক, যুব ও নারী সদস্যদের অংশগ্রহণে ডেমো প্লট স্থাপন, দেশীয় বীজ সংরক্ষণ, প্রশিক্ষণ, সিড ব্যাংক গঠন, কমিউনিটি রেডিও প্রচারসহ নানা কার্যক্রম হাতে নেয়া দরকার।
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষি ব্যবস্থায় টেকসই পরিবর্তন আনা এবং একটি পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল কৃষি সমাজ গড়ে তোলার আশা প্রকাশ করেন আয়োজকরা ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট