মোঃ জাহিদুল ইসলাম :: বাগেরহাট জেলার ঐতিহ্য, জনসংখ্যা ও ভৌগোলিক পরিধির বিবেচনায় অতীতে এই জেলার ৪টি সংসদীয় আসন ছিল, যা জেলার মানুষের রাজনৈতিক অংশগ্রহণ এবং উন্নয়ন প্রক্রিয়ায় প্রতিনিধিত্ব নিশ্চিত করত। কিন্তু পরবর্তীতে আসনসংখ্যা কমিয়ে আনা হয়, যা বাগেরহাটবাসীর স্বার্থবিরোধী এবং অবিচারমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।
বাগেরহাট জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটি জেলার জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পুনরায় ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার এর নিকট স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক রামপাল থানা হাফিজুর রহমান তুহিন, গবেষণা বিষয়ক সম্পাদক ও কৃষিবিদ সামিউর রহমান শামীম, সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম, বাগেরহাট সদর থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, কেন্দ্রীয় নেতা অহিদুজ্জামান দীপু, সাবেক সচিব ডক্টর ফরিদুল ইসলাম, সাবেক সচিব মশিউর রহমান, যুগ্ন আহ্বায়ক বাগেরহাট জেলা বিএনপি
খাদেম নিয়ামুল নাসিম আলাপ, বাগেরহাট জেলা সাবেক যুবদল সভাপতি ওমর আলী মুন্না।
Leave a Reply