1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন: ইউক্রেন যুদ্ধে অর্থায়নের অভিযোগ গাজায় আরও ১১৯ ফিলিস্তিনি নিহত জুলাই গণ-অভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ-রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান: ৮ জোড়া ট্রেন কখন-কোথা থেকে ছাড়বে পাইকগাছার সোলাদানায় বিএনপি নেতা ডা. মজিদের গণসংযোগ ও লিফলেট বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বেনাপোলে জামায়াত শিবিরের গণমিছিল অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশনের প্রথম বাজেট সভা অনুষ্ঠিত পাইকগাছায় ১৯ মাস পর পরিবারে ফিরলেন মানসিক ভারসাম্যহীন পারুল আক্তার বেনাপোলে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ পাইকগাছায় চার ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ও প্রতিবাদ সভা নেট-পাটা অপসারণের দাবি

গাজায় আরও ১১৯ ফিলিস্তিনি নিহত

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১১৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের অধিকাংশই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়ে নিহত হন।

রোববার তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের টানা আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জনে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নতুন করে ১১৯টি মরদেহ নেওয়া হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৮৬৬ জন। ফলে চলমান সংঘাতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি নতুন করে ২৯০টি মরদেহ শনাক্ত করে নিহত তালিকায় যুক্ত করা হয়েছে। এখনও বহু মরদেহ ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে রয়েছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় খাদ্য ও মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন নিহত এবং ৫১১ জনের বেশি আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৮৭ জন এবং আহত হয়েছেন ১০ হাজার ৫৭৮ জনেরও বেশি।

এর আগে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে এখন পর্যন্ত নতুন করে আরও ৯ হাজার ৩৫০ জন নিহত এবং ৩৭ হাজার ৫৪৭ জন আহত হয়েছেন।

২০২৪ সালের জানুয়ারিতে সংঘটিত যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি এই হামলার মাধ্যমে ভেঙে যায়।

এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

একইসঙ্গে, এই আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট