1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

খুলনায় ভিডিপি সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ইলাইপুর রুপসা খুলনায় ৭ আগষ্ট সকাল ১১ টায় খুলনা রেঞ্জের ১০ টি জেলার ২৫ জন ভিডিপি সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রেল্যান্সিং) প্রশিক্ষণের সমাপণি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী, বিএএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপপরিচালক এ এস এম আজিম উদ্দিন, সহকারী পরিচালক খুলনা আনসার ব্যাটলিয়ন (৩ বিএন) মোঃ রেজাউল হোসেন। অনুষ্ঠানে সভাপিতত্ব করেন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ মিনহাজ আরেফিন।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি উপমহাপরিচালক বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৬১ লক্ষ সদস্য- সদস্যা প্রান্তিক লেভেলে যারা নি¤œমধ্যবিত্ত শ্রেণীর লোক। একটি রাষ্ট্রে এই শ্রেণীর লোকদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এই লোকদেরকে স্বাবলস্বী করে গড়ে তুলতে হবে এবং জাতীয় আয়ের সাথে তাদের সংশ্লিষ্ট করতে হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে। ০৯ টি রেঞ্জে ও আনসার ও ভিডিপি একাডেমিতে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারাই একটি অংশ এই প্রশিক্ষণ।

তথ্যপ্রযুক্তির উন্নয়নের এই যুগে কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রেল্যান্সিং) শিক্ষা গ্রহণ করা একান্ত প্রয়োজন। এই প্রশিক্ষণের মাধ্যমে এক এক জন দক্ষ ফিল্যান্সার হিসাবে গড়ে তোলার মাধ্যমে স্থানীয় ও বৈদিশিক পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করাই এই প্রশিক্ষণের লক্ষ্য। এছাড়া ফ্রেল্যান্সিং এর মাধ্যমে বেকারত্ব দূর করে দেশে বসে বিদেশী ডলার আয় করতে পারে। মহাপরিচালক মহোদয় নতুন করে এই বাহিনীকে সংস্কার করে আধুনিক করেছে। এই জন্য মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেরা স্বাবলস্বী হবেন এবং দেশের উন্নয়ন ঘটাতে সহায়তা করবেন।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষন কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট