1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

শার্শায় ভারতীয় পুরাতন মোবাইলসহ দুই চোরাকারবারি আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৯টি ভারতীয় পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে শার্শা উপজেলা কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের আব্দুল ওহাব মোল্লার ছেলে শরিফুল ইসলাম (৩২) ও একই এলাকার মনিরুল ইসলামের ছেলে শিমুল হোসেন (৩৫)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. রবিউল ইসলাম জানান, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন আটক করা হয়। এসব মোবাইল অবৈধ পথে ভারত থেকে এনে শার্শা এলাকায় বিক্রি করা হচ্ছিল। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে তারা স্বিকার করেছে এগুলো ভারতীয় চোরাই ফোন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট