বেনাপোল প্রতিনিধি:: দীর্ঘ ১৬ বছর পর বেনাপোল পৌর বিএনপির ৯টা ওয়ার্ডের কর্মীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগষ্ট ) বিকালে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন।
বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় যুবদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বিএনপি নেতা মেহেরুল্লাহ, মাসুদুর রহমান মিলন ও আহাদ আলী প্রমুখ।
দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, ভবিষ্যতে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে এমন প্রত্যয় ব্যাক্ত করে সম্মেলনে বক্তারা বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১দফা আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান দিয়েছেন তা বাস্তবায়ন করার লক্ষে
ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের কাজ করতে হবে।দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজকরার আহবান জানান নেতারা।
Leave a Reply