1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওই চরিত্রে অভিনয় আমাকে বদলে দিয়েছে-রুনা খান এএফসি অ-২৩ টুর্নামেন্ট,বাহরাইনে লিড নিয়েও হারল বাংলাদেশ নাটকীয় পতনে ক্ষমতা হারিয়ে কারাগারে বিক্রমাসিংহ মার্কিন বিমান বাহিনীর নজরে ইরানের আত্মঘাতী ড্রোন ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে কোনো অসুবিধা নেই-স্বরাষ্ট্র উপদেষ্টা ৩ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী মাইলস্টোন ট্র্যাজেডি,৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে তাসনিয়া বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৩ মৎস্য ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছার রাড়ুলীতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

ওই চরিত্রে অভিনয় আমাকে বদলে দিয়েছে-রুনা খান

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: ছোট পর্দা হোক কিংবা বড়; নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী রুনা খান। এবার বড় পর্দায় তাকে দেখা যাবে ‘সিনেমার নায়িকা’র ভূমিকায়।

আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মাণ হচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। যেখানে নায়িকাদের জীবনের গল্প নিয়ে বিশেষ চরিত্রে অভিনয় করবেন রুনা খান। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, দর্শকরা শুধু আমাদের পর্দায় দেখেন। কিন্তু পর্দার বাইরেও আমাদের আলাদা জীবন আছে, আছে সুখ-দুঃখের গল্প।’

এখন পর্যন্ত পাঁচটি সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। সর্বশেষ যে ছবিতে কাজ করছেন, সেখানেই উঠে আসবে নায়িকাদের জীবনের আড়ালের কাহিনি। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী নানা প্রসঙ্গে কথা বলেন; মিডিয়াতে নারীদের উপস্থাপন ও দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা করেন।

রুনা খান বলেন, ‘আমি চাই নারীকে শুধুমাত্র মানুষ হিসেবে দেখা হোক। নাটক, সিনেমা কিংবা সংবাদ— সব জায়গায় নারীদের এমনভাবে উপস্থাপন করুক, যেন তারা স্বাভাবিক অধিকার পায়।’

সাক্ষাৎকারে অভিনেত্রী এও জানান, এক বিশেষ চরিত্র রয়েছে, যা তার মধ্যে পরিবর্তন এনে দিয়েছে। সেটি হলো ‘নীলপদ্ম’ সিনেমার ‘নীলা’ চরিত্র।

রুনা খান বলেন, ‘নীলা চরিত্রে অভিনয় করেছি; যে একজন যৌনকর্মী। এই চরিত্রটা করতে গিয়ে এ পেশার মানুষের জীবনের যে গভীর যন্ত্রণা, অপমান আর বাস্তবতা— তা খুব কাছ থেকে দেখেছি, অনুভব করেছি; আর এ অভিজ্ঞতাই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে।’

রুনা খান আরও বলেন, ‘আমরা কি একটু বেশি মানবিক হতে পারি না? যৌনকর্মীদের প্রতিও যদি সহানুভূতি দেখানো যেত! আসলে এই চরিত্র আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে, মননশীল করেছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট