1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছা হসপিটালের রোগীদের সেবা পরিদর্শন কার্যক্রম রাস মেলা থেকে নিখোঁজ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড পাইকগাছায় পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পিতার হত্যার বিচারের দাবীতে বাগেরহাটে মেয়ের সংবাদ সম্মেলন দুবলার চরে রাস পূর্ণিমা পূজা উপলক্ষে কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার পাইকগাছায় সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪তম জন্মবার্ষিকী উদযাপন চিতলমারীতে জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থীর উঠান বৈঠক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন রুবাবা দৌলা চীন থেকে ভয়ংকর ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ খুলনার ৬টি আসনে বিএনপির প্রার্থীর তালিকা ঘোষণা

ইসরায়েলের হামলায় ইয়েমেনের ‘প্রধানমন্ত্রী’ নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইয়েমেনের হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশটির রাজধানী সানায় এই হামলার ঘটনা ঘটে।

ইয়েমেনি সংবাদমাধ্যম আল-জুমহুরিয়া জানায়, সানার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা বর্ষণ করলে সেখানে নিহত হন প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই। অপর স্থানীয় সংবাদমাধ্যম এডেন আল-ঘাদ জানিয়েছে, এ সময় তার সঙ্গে আরও কয়েকজন সঙ্গীও প্রাণ হারান।

অন্যদিকে, ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, হুতি সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী আলাদা করে টার্গেট করা হয়েছিল বলে ধারণা প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র জানায়, ওই সময় হুতিদের প্রতিরক্ষামন্ত্রীসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা তাদের প্রধান নেতা আব্দুল মালেক আল-হুতির ভাষণ শুনতে জড়ো হয়েছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে হামলা চালানো হয়। যদিও জায়গাটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল, তবুও ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালাতে সক্ষম হয়। এ ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন, তা নিশ্চিত করেনি সেনাবাহিনী।

উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। সে সময়ের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি সৌদি আরবে পালিয়ে যান এবং হুতিদের প্রতিষ্ঠিত সরকারকে অবৈধ ঘোষণা করেন। পরে সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের দমন করতে সামরিক অভিযান চালায়, কিন্তু এখনো রাজধানী সানার নিয়ন্ত্রণ ধরে রেখেছে হুতিরা।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার জবাবে হুতিরা নিয়মিত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করছিল। এরই ধারাবাহিকতায় এবার তাদের সরকারের প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট