নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ জনপদে ১৮৬১ থেকে ২০২৪ পর্যন্ত গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে রচিত হয়েছে খুলনায় গণঅভ্যুত্থান নামক গ্রন্থ। আগামীকাল সন্ধ্যা ৭টায় স্থানীয় উমেশচন্দ্র লাইব্রেরী মিলনায়তনে এ গ্রন্থের প্রকাশনা উৎসব। চব্বিশের এর শহীদ শেখ সাকিব রায়হানের গর্বিত পিতা শেখ আজিজুর রহমান ও তার মমতাময়ী মা নূরুন্নাহার বেগম অতিথি হিসেবে গ্রন্থের উদ্বোধন করবেন। বইটি প্রকাশনায় কালান্তর প্রকাশনী। রচনা করেছেন সংবাদ কর্মী কাজী মোতাহার রহমান। ১৮৬১ সালের সুন্দরবন সংলগ্ন বারুইখালী রহিমুল্লাহ’র বিদ্রোহ, বঙ্গভঙ্গ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, আগস্ট বিদ্রোহ- ১৯৪২, উনসত্তরের গণঅভ্যুত্থান, ১৯৯০ এর গণঅভ্যুত্থান, সর্বোপরি ২০২৪ এর গণঅভ্যুত্থানের ওপর রচিত হয়েছে এ গ্রন্থ। এতে ১৮৬১ সাল থেকে ২০২৪ পর্যন্ত স্মরনীয়-বরণীয়দের জীবনী সম্পাদনা করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, কৃষি বিশ্ববিদ্যালয়, নর্দান ইউভার্সিটি, খুলনা মেডিকেল কলেজ, আলিয়া কামিল মাদ্রাসা, বিএল কলেজ, মহসিন কলেজ, এমএম সিটি কলেজ, সুন্দরবন কলেজ, কমার্স কলেজ, পাবলিক কলেজ, সরকারি মহিলা মহাবিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউ, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউ, দৌলতপুর কলেজ, জিলা স্কুল, সেন্ট যোসেফস্ হাইস্কুল, করোনেশন উচ্চ বালিকা বিদ্যালয়, মডেল মাধ্যমিক বিদ্যালয়, ইকবালনগর উচ্চ বিদ্যালয়, রোটারী স্কুল, হামিদ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা এ গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে। গ্রন্থে খুলনার ৫ শহীদের জীবনী, আহতদের নাম ও জুলাই যোদ্ধাদের নাম ছাপা হয়েছে। থাকছে একাধিক ছবি।
Leave a Reply