1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
দুই আসন থেকে এমপি নির্বাচন করবেন হিরো আলম জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ছাত্রলীগের ১৪ নেত্রী বিএনপির প্রার্থী তালিকা থেকে একজনের নাম স্থগিত শাপলা কলিসহ নিবন্ধন পেলো এনসিপি বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে অস্ত্র চুরি দুর্নীতি প্রমাণিত হলে আদানির বিদ্যুৎ চুক্তি বাতিল করবে অন্তর্বর্তী সরকার তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন পাইকগাছা হসপিটালের রোগীদের সেবা পরিদর্শন কার্যক্রম রাস মেলা থেকে নিখোঁজ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড

ভারতীয়দের বড় অংশ বাংলাদেশ, পাকিস্তান, চীন ঘনিষ্ঠতা নিয়ে শঙ্কিত

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

ভারতের সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের সম্ভাব্য ভূ-রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে শঙ্কা বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া টুডে পরিচালিত ‘সি-ভোটার মুড অব দ্য নেশন’ জরিপে উঠে এসেছে, প্রায় অর্ধেক ভারতীয় এ ধরনের জোটকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছেন।

গত ১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত লোকসভার সব আসনে এই জরিপ চালানো হয়। সরাসরি ৫৪ হাজার ৭৮৮ জন এতে অংশ নেন। পাশাপাশি সি-ভোটারের ট্র্যাকার ডাটাও বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়। সব মিলিয়ে দুই লাখেরও বেশি মানুষের মতামতের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে বলা হয়, ৪৭ দশমিক ৮ শতাংশ ভারতীয় বাংলাদেশ, পাকিস্তান ও চীনের জোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর বাইরে আরও ২৪ শতাংশ বলেছেন তারা উদ্বিগ্ন, আর প্রায় ২০ শতাংশের মতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।

জরিপের প্রধান ফলাফল (India Today MOTN, জুলাই- আগস্ট ২০২৫)
╔══════════════════════════════════════╗
৪৭.৮% ➝ বাংলাদেশ–পাকিস্তান–চীন জোট নিয়ে “খুবই উদ্বিগ্ন”।
২৪% ➝ বলেছেন তারা “উদ্বিগ্ন”।
২০% ➝ মনে করেন উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।
৫৭% ➝ সীমান্ত নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।
╚════════════════════════════════

জরিপে দেখা যায়, চীনের প্রতি ভারতীয়দের সন্দেহ ও শত্রুতার মনোভাব এখনো প্রবল। সীমান্ত প্রশ্নে চীনকে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছেন সাধারণ মানুষ। অংশগ্রহণকারীদের ৫৭ শতাংশ সীমান্ত নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফেব্রুয়ারিতে করা একই ধরনের জরিপের তুলনায় এবার এ হার আরও বেড়েছে।

শুধু জনমতই নয়, ভারতের রাজনৈতিক মহলেও এ নিয়ে সরব আলোচনা চলছে। সম্প্রতি সংসদীয় এক বৈঠকে চীন–পাকিস্তানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক ও বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান যোগাযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্যরা। বৈঠকে ভারতের প্রতিরক্ষা বাজেট জিডিপির তুলনায় কম থাকার সমালোচনা হয় এবং সেনাবাহিনীর আধুনিকীকরণের ওপর জোর দেওয়ার কথা উঠে আসে।
বিশ্ব রাজনীতিতেও এই পরিস্থিতিকে ঘিরে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা স্টিমসন সেন্টারের এক বিশ্লেষণে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় চীন, ভারত ও যুক্তরাষ্ট্র প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমেছে, যার অন্যতম ক্ষেত্র বাংলাদেশ। ফলে এখানে এক ধরনের নতুন “গ্রেট গেম” শুরু হয়েছে। সব মিলিয়ে জরিপ ও সাম্প্রতিক আলোচনায় স্পষ্ট হচ্ছে, সাধারণ ভারতীয়রা সম্ভাব্য বাংলাদেশ, পাকিস্তান ও চীনের জোটকে কেবল রাজনৈতিক ইস্যু নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রধান চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট