1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার পাইকগাছায় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা বটিয়াঘাটায় বিষধর সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু মোরেলগঞ্জে অনলাইন রিপোর্টার্স ইউনিটের আহবায়ক কমিটি গঠন, শিব্বির আহ্বায়ক, লিয়াকত সদস্য সচিব কঙ্গোতে পৃথক দুটি নৌ-দুর্ঘটনায় নিহত ১৯৩ গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়াল নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা জাকসু নির্বাচনের ভোট গুনতে সময় লাগল ৪০ ঘণ্টা ভোট গণনা শেষ করে আজ রাতেই ফলাফল ঘোষণার আশা-প্রধান নির্বাচন কমিশনার এশিয়া কাপ.হংকংকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়াল

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত ৬৪ হাজার ৭৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলুর।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৮টি মৃতদেহ, যার মধ্যে দুটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে, বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এ সময় আরও ২০০ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৯ জনে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

মন্ত্রণালয় উল্লেখ করেছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলায় আরও ১৪ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। এতে চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৯ জনে এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৯১ জনে।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় আরও দুই ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন। তাদের মধ্যে একটি শিশু। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ক্ষুধা-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৩ জনে, যার মধ্যে ১৪৩টি শিশু।

মন্ত্রণালয়ের তথ্যমতে, জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) গাজাকে আনুষ্ঠানিকভাবে ‘দুর্ভিক্ষ অঞ্চল’ হিসেবে ঘোষণা করার পর থেকে এ পর্যন্ত ১৩৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৮টি শিশু রয়েছে।

গত ২ মার্চ থকে ইসরাইলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। যার ফলে উপত্যকাটির ২৪ লাখ মানুষ দুর্ভিক্ষে পড়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, গত ১৮ মার্চ থেকে ইসরাইল গাজায় নতুন করে হামলা শুরু করার পর অন্তত ১২ হাজার ২০৬ ফিলিস্তিনি নিহত এবং ৫২ হাজার ১৮ জন আহত হয়েছেন। এতে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া গাজায় যুদ্ধের দায়ে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট