ক্রীড়া:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে নাটকীয়তা দিন দিন বাড়ছে। গেল এক মাস ধরে প্রতিদিনই নতুন নতুন ইস্যু সামনে আসছে।
সর্বশেষ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে, যা যেন টেলিভিশনের ধারাবাহিক নাটকের দৃশ্যকেও ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার ছিল কাউন্সিলরদের বিরুদ্ধে প্রার্থিতার আপত্তি শুনানি। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন,“আমি তো ফিয়ারলেসভাবে চেষ্টা করছি। চাপ আমার ওপর অনেক আছে। কালকে আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। কোর্টে রিট হতে পারে, মামলাও হতে পারে। কেন হবে, আপনারা খুব ভালো করেই জানেন।”
তিনি জানান, গত ৫-৬ বছর ধরে চট্টগ্রামের স্থানীয় শতদল ক্লাব তিনি নিজে পরিচালনা করছেন। এছাড়া আরও দুটি দলের কমিটিতেও তিনি জড়িত। তাই কাউকে তার সংগঠক হওয়ার বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই।
তামিম নির্বাচন নিয়ে নোংরামি না করার আহ্বান জানিয়ে বলেন,“আমার নিজেরই লজ্জা লাগছে আজ এখানে এসে এসব ব্যাখ্যা দিতে হচ্ছে। আমরা এতটা নিচে নেমে যাচ্ছি শুধু কিছু ইচ্ছা পূরণের জন্য। আমি আবারও বলি—সঠিকভাবে নির্বাচন করি, আমি হারলেও সমস্যা নাই, কে সভাপতি হবে তাতেও আমার কিছু যায় আসে না। কিন্তু শুধু ইগো বা জেতার জন্য এই নোংরামি করবেন না।”
তামিম নির্বাচনে অংশ নেবেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন,“আমি তো এখনই বলতে পারব না। ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে বলতে পারি, তবে প্রশ্ন হচ্ছে আমাকে আদৌ নির্বাচন করতে দেওয়া হবে কি না। সেটাও তো দেখতে হবে।”
সাংবাদিকদের উদ্দেশে তামিম আরও বলেন,“আমি পরিষ্কার একটা বার্তা দিতে চাই—আমার পক্ষ হয়ে কারও কোনো কথা বলার দরকার নেই। সত্যের পক্ষে কথা বলুন। আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই তুলবেন, আর আমার সঙ্গে যদি কোনো ভুল হয়, সেটাও আপনাদের সামনে আনার দায়িত্ব
Leave a Reply