1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:২০ অপরাহ্ন

মেয়েদের রাতে বাইরে বেরোতে না দেওয়াই ভালো

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক মেডিক্যাল কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় করেছে।

এই ঘটনায় পুলিশকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বলেন, মেয়েদের রাতে বাইরে বেরোতে না দেওয়াই ভালো। নিজেদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। বেসরকারি মেডিক্যাল কলেজগুলোরও দায়িত্ব রয়েছে তাদের ছাত্রছাত্রীদের দেখভাল করার। তিনি আরও জানান, রাজ্যের বাইরে থেকে আসা শিক্ষার্থীদেরও তিনি অনুরোধ করবেন রাতের বেলায় বাইরে না বেরোতে, কারণ পুলিশ সবসময় নজর রাখতে পারবে না।

মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, দুর্গাপুর ঘটনায় অভিযুক্তদের কেউ ছাড় পাবেন না।

তবে এই মন্তব্য সামাজিক ও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর মন্তব্যকে সমালোচনা করে বলেছেন, যেখানে মহিলারা নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় সরকারের দিকে তাকিয়ে আছেন, সেখানে ঘরবন্দি থাকার পরামর্শ দেওয়া সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।

ঘটনাটি ঘটে শুক্রবার (১০ অক্টোবর) রাতে, যখন ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে যাওয়ার সময় কিছু যুবক তাকে প্রথমে হেনস্তা করে, পরে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

ঘটনার তদন্তে পুলিশ রাতেই তরুণীর সহপাঠীকে আটক করেছে এবং বয়ানের সত্যতা যাচাই করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট