1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাকি ১৩ জিম্মিকেও মুক্তি দিলো ফিলিস্তিনি গোষ্ঠী ঢাকা সেনানিবাসের একটি ভবনকে ‘অস্থায়ী কারাগার’ ঘোষণা ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গাকে-প্রধান উপদেষ্টা দেশের অর্ধেকেরও বেশি ভোটার পিআর পদ্ধতি সম্পর্কে জানে না ফেব্রুয়ারির নির্বাচন হবে ন্যায়বিচারের প্রাতিষ্ঠানিক রূপ-প্রফেসর মুহাম্মদ ইউনূস ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় খুলনায় নিসচার দোয়া-মাহফিল ভোলার লালমোহন থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গাজিপুর সিটি কর্পোরেশন থেকে আগত কর্মকর্তাদের সাথে কেসিসি কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময় চাঁদপুরের কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযানে কারেন্ট জাল ও বোটসহ আটক ১১

দেশের অর্ধেকেরও বেশি ভোটার পিআর পদ্ধতি সম্পর্কে জানে না

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে দেশের বড় অংশের ভোটারের ধারণা নেই। নতুন জরিপে দেখা গেছে, ৬৮ শতাংশ নারী এবং ৪৬ শতাংশ পুরুষ জানিয়েছেন—তারা এই পদ্ধতি সম্পর্কে কিছুই জানেন না।

পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক দ্বিতীয় দফার তৃতীয় পর্বের জরিপে এ তথ্য উঠে এসেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ব্রেইন ও ভয়েস ফর রিফর্মের সহযোগিতায় জরিপটি পরিচালিত হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সারওয়ার সোমবার রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে আয়োজিত অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর।

জরিপটি গত ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এতে ১০ হাজার ৪১৩ জন ভোটার অংশ নেন, যার মধ্যে ৫ হাজার ৬৩৯ জন পুরুষ এবং ৪ হাজার ৭১৯ জন নারী।

ফলাফলে দেখা গেছে, নারী-পুরুষ মিলিয়ে ৫৬ শতাংশ উত্তরদাতা জানেন না পিআর পদ্ধতি কী। ২৭ শতাংশ পুরুষ এবং ১৫.৫ শতাংশ নারী জানিয়েছেন—তারা পিআর চান। অপরদিকে ২৭.১ শতাংশ নারী ও ১৬.৩ শতাংশ পুরুষ জানিয়েছে—তারা এই পদ্ধতি চান না।

রুবাইয়াত সারওয়ার বলেন, “জরিপের ফলাফল প্রমাণ করছে, জনগণের মধ্যে উচ্চকক্ষের পিআর পদ্ধতি নিয়ে সচেতনতা বাড়ানো খুবই জরুরি।”

জরিপে স্থানীয় পর্যায়ের দলীয় রাজনীতি নিয়ে ভোটারদের সন্তুষ্টির মাত্রাও উঠে এসেছে। এতে দেখা গেছে, জামায়াতের কার্যক্রমে সন্তুষ্ট ৪৭.৪ শতাংশ উত্তরদাতা, যা সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে রয়েছে এনসিপি, তাদের কার্যক্রমে সন্তুষ্ট ৪০.৭ শতাংশ ভোটার। বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট ৩৯.৪ শতাংশ ভোটার এবং একেবারেই সন্তুষ্ট নন ২৭.৬ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট