পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় নতুন বাজার চত্বরে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ এর সভাপতিত্বে এবং সম্পাদক প্রভাষক আবু ছালেহ মো. ইকবাল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, অধ্যাপক শামিম আজাদ লিটু, সহ-সভাপতি জগন্নাথ দেবনাথ, কোষাধ্যক্ষ নারায়ণ দেবনাথ, সাবেক ব্যাংকার প্রজিৎ রায়, শিক্ষক বিমল ঘোষ, নাসির উদ্দিন, শিক্ষক শিব শংকর রায়, আবুল কালাম, শংকর দেবনাথ, বাবুল সরদার, মিজানুর রহমান, বিল্লাল বিশ্বাস, সনজিত ঘোষ, সুভাষ দেবনাথ, শংকর মল্লিক ও ইমরান হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ব্যবসায়ী সমবায় সমিতি হলো স্থানীয় ব্যবসায়ীদের ঐক্য ও সহযোগিতার প্রতীক। এই সমিতির মাধ্যমে সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন ও ব্যবসায়িক স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। তারা সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সদস্যবান্ধব করার আহ্বান জানান।
শেষে সমিতির আগামী দিনের পরিকল্পনা ও বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্ত অনুমোদনের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম সমাপ্ত হয়।
Leave a Reply