1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সালমান শাহকে হত্যা করতে ১২ লাখ টাকায় কিলার ভাড়া করেন শাশুড়ি এনসিপি ক্ষমতায় না গেলেও বিরোধী দল হবে-সারজিস আলম গাজায় ক্ষুধা পরিস্থিতি ভয়াবহ- বিশ্ব স্বাস্থ্য সংস্থা উপদেষ্টা মাহফুজ ও আসিফ কী নির্বাচনে অংশ নেবেন? পাইকগাছায় বিএনপি নেতা রফিকের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ বিবিসি বাংলার প্রতিবেদন, বিএনপি-জামায়াতের চোখে কারা বিতর্কিত উপদেষ্টা? সৌদি আরব সফর বাতিল করলেন প্রধান উপদেষ্টা নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কুরুচি মন্তব্যেকারী দাকোপের পূর্বায়ন মন্ডলের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল এসডব্লিউ নিউজ ২৪-এর এক যুগে পদার্পণ

টেকনাফে বন্দি থাকা ৪৪ নারী ও শিশুকে উদ্ধার করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড পূর্ব জোন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, ২৪ অক্টোবর শুক্রবার মধ্যরাত ২ টা হতে সকাল ৭ টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জন ব্যক্তিকে উদ্ধার করে।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। পরবর্তীতে, পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছিল।

তারা আরও জানায় যে, পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের নিমিত্তে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট