1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সালমান শাহকে হত্যা করতে ১২ লাখ টাকায় কিলার ভাড়া করেন শাশুড়ি এনসিপি ক্ষমতায় না গেলেও বিরোধী দল হবে-সারজিস আলম গাজায় ক্ষুধা পরিস্থিতি ভয়াবহ- বিশ্ব স্বাস্থ্য সংস্থা উপদেষ্টা মাহফুজ ও আসিফ কী নির্বাচনে অংশ নেবেন? পাইকগাছায় বিএনপি নেতা রফিকের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ বিবিসি বাংলার প্রতিবেদন, বিএনপি-জামায়াতের চোখে কারা বিতর্কিত উপদেষ্টা? সৌদি আরব সফর বাতিল করলেন প্রধান উপদেষ্টা নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কুরুচি মন্তব্যেকারী দাকোপের পূর্বায়ন মন্ডলের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল এসডব্লিউ নিউজ ২৪-এর এক যুগে পদার্পণ

পাইকগাছায় বিএনপি নেতা রফিকের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছার চাঁদখালী ইউনিয়নে গণসংযোগ, মতবিনিময় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চাঁদখালী বাজারের প্রধান সড়কসহ আশপাশের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগ শেষে তিনি চাঁদখালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় রফিকুল ইসলাম রফিক বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দীর্ঘ ২৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রজীবন থেকেই দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। বিগত ১৭ বছর ধরে ঢাকা ও পাইকগাছা-কয়রায় হাসিনা বিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকেছি। প্রাকৃতিক দুর্যোগসহ দুঃসময়ে সবসময় এলাকার মানুষের পাশে থেকেছি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছি।

তিনি আরও বলেন, “নির্বাচন এলেই কিছু অরাজনৈতিক লোকের আবির্ভাব ঘটে, যারা দুঃসময়ে জনগণের পাশে থাকে না। তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা হাসিনা বিরোধী আন্দোলনে মাঠে-ময়দানে ছিলেন, তাদের পাশে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে, যাতে তারেক রহমানের নেতৃত্ব আরও শক্তিশালী হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনিসুর রহমান বিশ্বাস, নাজমুল হুদা মিন্টু, শিক্ষক শফিকুল ইসলাম, এডভোকেট জাহিদ আল কাদীর, পিয়ারুল ইসলাম, মফিজুর রহমান, আব্দুর রহিম, আক্তার হোসেন সরদার, ফারুক হোসেন, তেজেন মণ্ডল, শেখ ইদ্রিস, এস.এম. শাহাবুদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম ও মিঠুনসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট