
দাকোপ প্রতিনিধি:: পুলিশের হাতে আটক হওয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ(সা:)কে নিয়ে নিজ ফেসবুকে কুরুচি মন্তব্যকারী খুলনার দাকোপের সুতারখালী গ্রামের পূর্বায়ন মন্ডলকে সর্বোচ্চ শাস্তির দাবীতে চালনা পৌরসভা ইমাম পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর শুক্রবার জুম্মাবাদ চালনা পৌরসভায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশ্বনবী হযরত মুহাম্মদ(সাঃ)কে নিয়ে কুরুচি মন্তব্যকারী পূর্বায়ন মন্ডলের সর্ব্বোচ্চ শাস্তির দাবীতে জুম্মাবাদ চালনা পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিভিন্ন মসজিদের মুসল্লিরা স্লোগান সহকারে ডাকবাংলো মোড়ে উপজেলা হেডকোয়াটার জামে মসজিদের সামনে জড়ো হতে থাকে। এলাকার হাজার হাজার মুসল্লি ও তাওহিদি জনতার উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি পরে চালনা পৌরসভা ইমাম পরিষদের নেতৃত্বে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল কারীরা এ সময় পুলিশের হাতে ধৃত পূর্বায়ন মন্ডলের ফাঁসির দাবী জানিয়ে তারা স্লোগান বলেন “নারায়ে তাকবির,আল্লাহ আকবার। বিশ^নবীর অপমান,সইবে নারে মুসলমান। সবাই মিলাই হাত,মোরা রাসুলের উম্মত। মিছিল শেষে ডাকবাংলো মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তরা বলেন, আগামীতে বিশ্বনবীহযরত মুহাম্মাদ (স.) কে এধরণের কুরুচিপূর্ণ মন্তব্যে করতে আর কেউ সাহস না দেখায়,সে হুশিয়ারী উচ্চরণ করে বলেন, আল্লাহ ও নবী রাসুলকে নিয়ে যারা কুটক্তি করবে তাদের ঠাঁই এ জমিনে হবেনা। আমরা দাকোপ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে চাই, ঘটনার ১২ ঘন্টা পেরতে না পেরতেই থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে শক্তিশালী পুলিশ ফোর্স উপজেলার সুতারখালী গ্রামে সাড়াশি অভিযান পরিচালনা করে বিশ্বনবী হযরত মুহ্ম¥দ (স.) সম্পর্কে কুরুচি মন্তব্যে কারী কুলাঙ্গার পূর্বায়ন মন্ডলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
চালনা পৌরসভা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে রাখেন হাফেজ মাওলানা মুফতি ইকবাল হুসাইন, হাফেজ মাওলানা আখতারুজ্জামান, হাফেজ মাওলানা শাহ আলম মীর, মাওলানা আব্দুল সাত্তার, মাওলানা আব্দুর রাজ্জাক,মাওলানা সোহরাব হুসাইন, হাফেজ নজরুল ইসলাম, আলহাজ¦ শেখ শফিকুল ইসলাম, মাওলানা আশিক ইলাহি, মাওলানা আবুল বাশার, আলহাজ¦ আবু দাউদ শেখ, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম স্থানীয় মুসল্লি বৃন্দ।
এ ব্যাপারে থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কুরুক্তি মন্তব্যেকারী পূর্বায়ন মন্ডলকে ঘটনার দিন রাতেই সুতারখালী থেকে গ্রেফতার করা হয়েছে। আজ ২৪ অক্টোবর শুক্রবার সকালেই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply