1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সুদানে শহীদ ৬ শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে ২০ ডিসেম্বর ওসামন হাদির শারীরিক অবস্থা খুব বেশি সংকটাপন্ন মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচিতে পুলিশি বাধা বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের কঠোর নিরাপত্তা বলয় মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান, জানালেন উপদেষ্টা মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ২৩ জনকে আটক করেছে নৌবাহিনী মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন পাইকগাছায় নির্বাচনী আচরণ বিধি পরিপালনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে বিজয় দিবস উদযাপন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি মোংলা সাহিত্য পরিষদের শ্রদ্ধা নিবেদন

সৌদি আরব সফর বাতিল করলেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন)’ সম্মেলন, যেখানে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে যোগ দেওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টার।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এবার বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই প্রধান উপদেষ্টার সৌদি সফর স্থগিত করা হয়েছে।

এর আগে গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে সৌদি যুবরাজের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এরপর থেকেই সফরটি ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছিল। এমনকি সফর-সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করা হয়। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক অগ্রাধিকারের কারণেই সফরটি আপাতত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

সৌদি আরবের এ ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলনকে বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক ফোরাম হিসেবে বিবেচনা করা হয়, যেখানে প্রতিবছর শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকেরা অংশগ্রহণ করেন।

প্রধান উপদেষ্টার পরিবর্তে এবার বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে। তারা সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ সুযোগ ও সম্ভাবনা তুলে ধরবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট