
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে বসতবাড়ি ভাঙচুর, জমি দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জমির মালিক পৌরসভার বাতিখালীর মৃত অহেদ আলী মোড়লের ছেলে হাকীম শাহাদাৎ হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ১১২২, তারিখ ২৪ অক্টোবর ২০২৫।
থানার সূত্রে জানা যায়, উপজেলার কাঁকড়াবুনিয়া মৌজার ১৫ নম্বর খতিয়ানভুক্ত ৩৮, ৪১ ও ৪৬ দাগে মোট ২ একর ১২ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে হাকীম শাহাদাৎ হোসেন প্রতিপক্ষদের বিরুদ্ধে খুলনা আদালতে দেওয়ানি মামলা (নং-৩০৮/২০২১) দায়ের করেন। মামলাটিতে আদালত স্থিতাবস্থার আদেশ জারি করেন, যা বর্তমানে বহাল রয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, প্রতিপক্ষ সরল গ্রামের আফজাল-রাজিদা শেখ দম্পতি এবং কাঁকড়াবুনিয়ার (জামাইপাড়া) সালাম সরদারসহ আরও কয়েকজন আদালতের ওই আদেশ অমান্য করে দখলীয় জমিতে প্রবেশ করে ঘেরের মধ্যে থাকা বসতবাড়ি ভাঙচুর ও বিভিন্ন ফলজ গাছ কেটে ব্যাপক ক্ষতি সাধন করেন।
ক্ষতিগ্রস্ত জমির মালিক হেকিম শাহাদাৎ হোসেন অভিযোগ করেন, কোর্টের আদেশ অমান্য করে প্রতিপক্ষরা আমার জমিতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর ও গাছ কেটে ক্ষতি করেছে। এতে বাধা দিতে গেলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, জিডির পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply