1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
এইচএসসি খাতার বোর্ড চ্যালেঞ্জে রেকর্ড: ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থীর আবেদন বিয়ের আগেই যে বিষয় নিয়ে মুখ খুললেন রাশমিকা থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই সময়ের সঙ্গে জাতিসংঘকে তাল মিলিয়ে চলতে হবে-প্রধান উপদেষ্টা বেনাপোল-পেট্রাপোলে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ এক সপ্তাহের সফরে চীনে যাচ্ছেন শার্শায় মহিলাদলের উঠান বৈঠকে হাজারো নেতা-কর্মীর ঢল মুন্সিগঞ্জে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ পাইকগাছায় আদালতের আদেশ অমান্য; বাসা ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ মোংলা বন্দরে বছরে ১৫০০ বিদেশি জাহাজ আনার টার্গেট

পাইকগাছায় আদালতের আদেশ অমান্য; বাসা ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে বসতবাড়ি ভাঙচুর, জমি দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জমির মালিক পৌরসভার বাতিখালীর মৃত অহেদ আলী মোড়লের ছেলে হাকীম শাহাদাৎ হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ১১২২, তারিখ ২৪ অক্টোবর ২০২৫।

থানার সূত্রে জানা যায়, উপজেলার কাঁকড়াবুনিয়া মৌজার ১৫ নম্বর খতিয়ানভুক্ত ৩৮, ৪১ ও ৪৬ দাগে মোট ২ একর ১২ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে হাকীম শাহাদাৎ হোসেন প্রতিপক্ষদের বিরুদ্ধে খুলনা আদালতে দেওয়ানি মামলা (নং-৩০৮/২০২১) দায়ের করেন। মামলাটিতে আদালত স্থিতাবস্থার আদেশ জারি করেন, যা বর্তমানে বহাল রয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, প্রতিপক্ষ সরল গ্রামের আফজাল-রাজিদা শেখ দম্পতি এবং কাঁকড়াবুনিয়ার (জামাইপাড়া) সালাম সরদারসহ আরও কয়েকজন আদালতের ওই আদেশ অমান্য করে দখলীয় জমিতে প্রবেশ করে ঘেরের মধ্যে থাকা বসতবাড়ি ভাঙচুর ও বিভিন্ন ফলজ গাছ কেটে ব্যাপক ক্ষতি সাধন করেন।

ক্ষতিগ্রস্ত জমির মালিক হেকিম শাহাদাৎ হোসেন অভিযোগ করেন, কোর্টের আদেশ অমান্য করে প্রতিপক্ষরা আমার জমিতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর ও গাছ কেটে ক্ষতি করেছে। এতে বাধা দিতে গেলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, জিডির পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট