
অরুন দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :: খুলনার ডুমুরিয়ায় পূর্ব বিরোধের জেরে দোকানঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় প্রতিপক্ষের লোকেরা দোকানটি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়ার পাশাপাশি আসবাবপত্র ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে জানা গেছে। (২৯-১০-২৫) বুধবার ডুমুরিয়া উপজেলার মধুগ্রাম সড়কের পাশে নিজ দোকানঘরের ধ্বংস্তূপে দাঁড়িয়ে উপস্থিত সংবাদকর্মীদের কাছে প্রতিপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মনিরুল ইসলাম গংরা। তিনি উপজেলার মধুগ্রাম গ্রামের মৃত মুনসুর আলী বিশ্বাসের ছেলে। অপর দিকে অভিযুক্ত মৃত আনসার আলীর ছেলে গোলাম সরোয়ার গাজী, নজরুল ইসলাম, নুরুল ইসলাম এদের সাথে পৈত্রিক জমাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে । এ নিয়ে এলাকায় কয়েকবার শালিস মিটিং ও হয়েছে তাতেও কোন সমাধান হয়নি গতকাল সকালে দোকান ঘর ভেঙে চুরমার করে দিয়েছে বিষয়টি এলাকায় তিব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয় অভিযুক্ত গোলাম সরোয়ার গাজীর কাছে কয়েকবার ফোন করার পর ফোন কল রিসিব না করে তার স্ত্রী ফোন কলটি রিসিব করেন তিনি বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন দোকান ঘরের জায়গাটি আমাদের। রুদাঘরা ইউনিয়ন পরিষদের(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ সিহাব উদ্দিন মোল্লা বলেন, আমাদের ইউনিয়ন পরিষদে অভিযুক্ত ব্যাক্তি একটি লিখিত অভিযোগ করেছিলো কিন্তু তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিচারের আগেই তিনি নিজ হাতে বিচার করেছে সরোয়ার গংরা। আমি ওদের ধিক্কার জানাই। এনিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছিল
Leave a Reply