 
							
							 
                    
নিজস্ব প্রতিনিধি:: বেসরকারী উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের উদ্যোগে বাগেরহাট  মোংলা উপজেলা  ‘প্রদর্শনী প্লটের ফলাফল প্রদর্শনের জন্য মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে।
এই মাঠ দিবসে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে সফলতাকে তুলে ধরা হয়। পিকেএসএফ, ইফাদ ও ডেনমার্ক দুতাবাসের আর্থিক সহযোগিতায় আরএমটিপি প্রকল্পের ‘নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) মোংলার ঠোঁটার ডাঙ্গা গ্রামে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
স্থানীয় সফল মৎস্য চাষী মোঃ আব্দুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।
প্রকল্পের মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার মোঃ নজরুল ইসলাম সঞ্চালনায় বিশেয় অতিথির বক্তৃতা করেন উদ্দ্যোক্তা মোঃ ওবায়দুল্লাহ সেখ, লিজা বেগম, মোঃ রবিউল ইসলাম, মোঃ ফারুক সেখ, মোঃ নওসের সেখ প্রমুখ। সভায় উন্নত সনাতন পদ্ধতিতে সফল মাছ ও গলদা/বাগদা চিংড়ী চাষী মোঃ ওবায়দুল্লাহ সেখ মাছ চাষে তার সফলতায় তিনি বলেন আরএমটিপি প্রকল্পের মাধ্যমে আধুনিক মাছ চাষ শিখেছি, প্রকল্প থেকে অক্সিজেন ঘাটতি মেটানোর জন্য এয়ারেটর পেয়েছি এবং আগের তুলনায় ভালো ফলন পাচ্ছি, ফলে লাভবান হচ্ছি। তিনি বলেন ৪২ শতাংশ ঘেরে মাছের মিশ্র চাষ করে প্রায় লক্ষাধিক টাকা আয় করেন ও ঘেরে আরো মাছ রয়েছে যা বিক্রয় করে আরো প্রায় ৫০ হাজার টাকা আয় হবে বলে প্রত্যাশা করেন, পূর্বে যেখানে এক মৌসূমে মাত্র ৫০ হাজার টাকার মতো লাভ হতো। তার এ সাফল্য দেখে এলাকার আরও সহস্রাধিক মৎস্য চাষী এই প্রকল্পের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে সফল হয়েছেন।
Leave a Reply