1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ফিলিস্তিনি ভূখণ্ডে জার্মানির নিরস্ত্র পুলিশ মোতায়েন জুলাই আদেশ ঘোষণা হচ্ছে আজ চিতলমারীতে আ’লীগের লকডাউনের বিরুদ্ধে জামায়াতের শোডাউন পাইকগাছায় দিনব্যাপী দাঁড়িপাল্লার নির্বাচনী গণসংযোগে- আবুল কালাম আজাদ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইযাবাসহ মাদককারবারি আটক পাইকগাছায় যাযাবর বেদে বহর অস্থায়ী বসবাস; বিচিত্র জীবন কাহিনী মোংলায় উত্তরণের আয়োজনে বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক কমিটির সভা শেখ হাসিনার ফাঁসির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন খুলনার জেলা প্রশাসক পাইকগাছায় ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

অঙ্গীকার ছিল ন্যায়বিচার থেকে কেউ রেহাই পাবে না: তাজুল ইসলাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক:: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, অঙ্গীকার করেছিলাম যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক, অপরাধ করলে প্রাপ্য বুঝিয়ে দিতেই হবে। এই রায় সেই প্রতিশ্রুতির প্রতিফলন।

বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায়ের দিন ঘোষণার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধের বিচারকাজ শুরু থেকেই নানা বাধা ও চাপের মুখে এগিয়েছে। কিন্তু আইনের প্রতি আস্থা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি থেকেই প্রসিকিউশন কখনো পিছিয়ে যায়নি।

তিনি বলেন, আইন সবার জন্য সমান। কেউ রাষ্ট্রের শীর্ষে থাকলেই দায়মুক্ত নয়।

রায় ঘোষণার দিন আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ছিল। ট্রাইব্যুনাল চত্বরে উপস্থিত ছিলেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

চিফ প্রসিকিউটর বলেন, দীর্ঘ প্রমাণ ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এখন সিদ্ধান্ত জানাতে প্রস্তুত। এ মামলার মাধ্যমে বাংলাদেশের বিচারব্যবস্থা আবারও দেখিয়েছে—ন্যায়বিচার বিলম্বিত হতে পারে, কিন্তু অস্বীকার করা যায় না।

তিনি আরও যোগ করেন, আমাদের লক্ষ্য প্রতিশোধ নয়, ইতিহাসের দায় থেকে মুক্তি। বিচার যেন প্রমাণ হয় অন্যায়ের ওপর ন্যায়বিচারের জয় অবধারিত।

রায়ের আগে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নানা জল্পনা চলছিল। তবে প্রসিকিউটরের মতে, বিচারিক প্রক্রিয়া এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে রাজনৈতিক পরিচয় নয়, কেবল প্রমাণই কথা বলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট