
বেনাপোল প্রতিনিধি:: আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আমদানি রপ্তানি কার্যক্রম সচল রয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে ভারত-বাংলাদেশ দুই বন্দরের মধ্যে পণ্যবোঝাই ট্রাক প্রবেশ করছে এবং পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আমদানি রপ্তানি কার্যক্রম সচলের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ডিরেক্টর শামীম হোসেন রেজা। তিনি জানান, সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত ৭০টি পন্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে । এবং বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ২৫টি পন্যবাহী ট্রাক।
বাণিজ্যিক স্বার্থ ও জাতীয় অর্থনীতির স্বার্থে বন্দর সচল রাখা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক এবং এ ধারাবাহিকতা বজায় থাকলে দেশের বাণিজ্য কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।
বেনাপোল বন্দরের ৯২৫ নম্বর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ বলেন, প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় বেনাপোল স্থলবন্দরে কর্মচাঞ্চল্য বজায় রয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে বন্দরে না ঘটে সেই সে দিক থেকে আমার সকল শ্রমিক ভাইয়েরা সজাগ আছে। নিষিদ্ধ দল আওয়ামীলীগের লকডাউনের মধ্যেও বেনাপোল স্থলবন্দরে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং বন্দর সচল রাখার দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছেন।
Leave a Reply