1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

নেপালে আবারও জেন জি বিক্ষোভ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: সেপ্টেম্বরে প্রাণঘাতী ‘জেন জেড’ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত আগের সরকারপন্থীদের সঙ্গে তরুণ বিক্ষোভকারীদের নতুন সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর নেপালের কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

দেশটির বারা জেলায় গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে, যেখানে জেন জেড সদস্যদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল–ইউনিফায়েড মার্কসিস্ট–লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল) সমর্থকদের সংঘর্ষ হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

বুধবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বারা জেলার সিমারা এলাকায় তরুণ বিক্ষোভকারী ও সিপিএন-ইউএমএল কর্মীরা পৃথক মিছিল বের করেন। অল্প সময়ের মধ্যেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, যা বিমানবন্দর সংলগ্ন এলাকাতেও ছড়িয়ে পড়ে। এরপরই প্রশাসন কারফিউ জারি করে।

‘পরিস্থিতি এখন স্বাভাবিক… কেউ গুরুতর আহত হয়নি,’ দেশটির পুলিশ মুখপাত্র আবি নারায়ণ কাফলে এএফপিকে জানিয়েছেন।

এদিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সকল পক্ষকে ‘অপ্রয়োজনীয় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি থেকে বিরত থাকতে’ অনুরোধ করেছেন। তিনি বলেন, আগামী ৫ মার্চ ২০২৬-এর নির্বাচনের আগে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখা জরুরি।

বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সংযম ও প্রস্তুতির সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছি।

তিনি আরও বলেন, তিনি চান সব রাজনৈতিক নেতার নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং নির্বাচনকে ঘিরে ন্যায়সঙ্গত ও ভীতিমুক্ত পরিবেশ তৈরি করতে।

বুধবার তিনি ১১০টিরও বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন।

বৈঠকে তিনি বলেন, আমরা চাই এই দেশ নতুন প্রজন্মের হাতে যাক এবং দূরদৃষ্টি সম্পন্ন মানুষের মাধ্যমে পরিচালিত হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট