1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

পাইকগাছায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চাঁদখালীর শাপলা যুব সংঘ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::খুলনার পাইকগাছায় অনুষ্ঠিত ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়নের মুকুট পরেছে চাঁদখালীর কানুয়ার ডাঙ্গা

শাপলা যুব সংঘ ফুটবল একাদশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাড়ুলীর শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আয়োজক কমিটির উদ্যোগে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

রোমাঞ্চকর এ ম্যাচে রাড়ুলীর বাঁকা আব্দুল্লাহ ফুটবল একাডেমি একাদশকে ২–১ গোলে পরাজিত করে শাপলা যুব সংঘ বিজয় নিশ্চিত করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জিএম গোলজার আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, বিএনপি নেতা আমিনুর রহমান সরদার, নাজির আহমেদ, আব্দুস সাত্তার, আবুল বাশার বাচ্চু, আব্দুস সামাদ, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজীব নেওয়াজ, ওবায়দুল্লাহ সরদার, ফয়সাল রাশেদ সনি, দীপঙ্কর বাবু, সাদ্দাম হোসেন, ইউপি সদস্য আব্দুল হামিদ গাজী ও রোকনুজ্জামান মিঠু।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় মিলন। খেলা পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন জনি, রোকনুজ্জামান ও শেখ আজমল হোসেন। ধারা ভাষ্য দেন আশরাফ হোসেন ও সাইফুল ইসলাম।

উত্তেজনাপূর্ণ এ ফুটবল লড়াই মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট