1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
oplus_2

মোঃ জাহিদুল ইসলাম:: ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্যাংকলরী বন্ধ রেখে মালিকরা এ কর্মসূচী পালন করে। সকালে মহানগরীর খালিশপুরস্থ কাশিপুর এলাকায় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে টাংকলরীতে জালানী তেল উত্তোলন না করে গেটের সামনে রেখে কর্মবিরতি শুরু করে। এ ছাড়া বিএল কলেজ রোড়, বিআইডিসি রোড সহ কাশিপুর ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে ট্যাংকলরী রেখে অবস্থান করে তারা। যে কারণে খুলনার তিনটি জ্বালানি তেল ডিপো পদ্মা মেঘনা ও যমুনা থেকে তেল উত্তোলন ও বিপনন সম্পূর্ন বন্ধ থাকায় খুলনা সহ ১৬ জেলায় জালানী তেল সরবরাহ বন্ধ থাকে। তাদের দাবী পূরন না হলে ৫ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ট্যাংকলরী একযোগে জ্বালানী তেল পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোড়ল আব্দুস সোবহান,বাংলাদেশ ট্র্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য শেখ আমানত আলী,পদ্মা মেঘনা যমুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সি , পদ্মা মেঘনা যমুনা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলি আজিম, খুলনা বিভাগের ট্র্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মীর মোকসেদ আলী, পদ্মা মেঘনা যমুনা শ্রমিক ইউনিয়নের কোষাধাক্ষ মোঃ মিজানুর রহমান মিজু।
ট্যাংকলরী ভাড়া বৃদ্ধি সেবা গ্রহণকারী কর্তৃক প্রদানের ঘোষণা গেজেটে প্রকাশ করতে হবে। সকল ট্যাংকলরীর জন্য আন্তজেলা রুট-পারমিট এবং রাস্তায় চলার যোগ্য হলেই ফিটনেস প্রদান করতে হবে। ট্যাংকলরীর ইকোনোমিক লাইফ ৩৫ বছর অর্থাৎ ১৯৯০ সাল পর্যন্ত তৈরী এবং ১৯৯০ সালে রেজিস্ট্রেশন করা পর্যন্ত সকল ট্যাংকলরীকে প্রাথমিকভাবে রাস্তায় চলার বৈধতা দিতে হবে। যেহেতু ট্যাংকলরী সম্পূর্ণ সরকার নির্ধারিত নির্দিষ্ট ভাড়ায় চলাচল করে।ফলে বাণিজ্যিক গাড়ির মতো ইচ্ছামাফিক ভাড়া গ্রহনের সুযোগ ট্যাংকলরীর নাই, সেহেতু অন্যান্য বাণিজ্যক গাড়ির মত হঠাৎ করে আয়কর ১২০০০ থেকে ৩০০০০ টাকা করার গেজেট বাতিল করতে হবে। ট্যাংকলরী চালক সংকট দূরুভিকরণের লক্ষ্যে সকল ট্যাংকলরী চালকের দীর্ঘদিনের হালকা ড্রাইভিং লাইসেন্স যোগ্যতার ভিত্তিতে হেভী লাইসেন্স দ্রুত প্রদান করতে হবে। জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরীগুলিকে হাইওয়ে এবং জেলা পুলিশ কর্তৃক কাগজপত্র পরীক্ষা নামে চালকদেরকে হয়রানি বন্ধ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট