
ক্রীড়া প্রতিবেদক:: সুপার ওভারে জয়ের জন্য বাংলাদেশ ‘এ’ দলের দরকার ছিল মাত্র ১ রান। সেই সহজ সমীকরণ মেলাতে গিয়ে বেশ নড়বড় খেলেন আকবর আলী।
তবে ওয়াইডেই মিলল সব হিসেব। লক্ষ্য তাড়া করতে নেমে সুয়াশ শর্মার বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে বসেন ইয়াসির আলী রাব্বি। ফিল্ডারের পা বাউন্ডারিতে লাগছে কিনা তা পরীক্ষা করে আউট দেন আম্পায়ার। তখন বাংলাদেশের জয়ের আশা আরও ক্ষীণ হতে বসেছিল।
ইয়াসির ফেরার পর উইকেটে আসেন অধিনায়ক ও উইকেটরক্ষক আকবর আলী। কিন্তু পরের বলেই ওয়াইড দিয়ে বসেন সুয়াশ। তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের রোমাঞ্চকর জয়। সুপার ওভারে ভারত ‘এ’ দলকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে নাম লিখিয়ে নিয়েছেন আকবররা।
এর আগে ১৯৫ রানের লক্ষ্য তাড়ায় শেষ ছয় বলে ভারত ‘এ’ দলের দরকার ছিল ১৬ রান। সেই সমীকরণ মেলানো কঠিন হয়ে দাঁড়ায় ভারতীয়দের সামনে। কিন্তু নিশ্চিত জেতা ম্যাচ হাতছাড়া করে বাংলাদেশ ‘এ’ দলের ফিল্ডাররা।
স্পিনার হাসানানের করা শেষ ওভারের তৃতীয় বলে ছয় মারেন আশুতোষ শর্মা। পরের বলে বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন তিনি। তবে জিশান আলম সেই সহজ ক্যাচ হাতছাড়া করেন, যা গড়িয়ে চার হয়ে যায়। পরের বলেই আশুতোষকে বোল্ড করেন রাকিবুল। শেষ বলে ভারতের প্রয়োজন ছিল চার রান। উইকেটে আসা নতুন ব্যাটার হার্শ দুবে কোনো বাউন্ডারি মারতে পারেননি।
কিন্তু এখানেই হিসেব গড়মিল করে ফেলেন বাংলাদেশের ফিল্ডাররা। আকবর স্টাম্প ভাঙতে গিয়ে উল্টো ভুল করেন। সেই ভুলে প্রান্ত বদল করে নেহাল ওয়াদেরা (৩২*) ও দুবে (৩*) প্রান্ত বদল করে তিন রান নিয়ে ম্যাচ ড্র করে ফেলেন।
ম্যাচ গড়ায় সুপার ওভারে। তাতেই সতীর্থদের ভুল শুধরে নেন রিপন মণ্ডল। পরপর দুই বলে ফেরান জিতেশ শর্মা ও আশুতোষকে। তাতেই একপ্রকার ম্যাচ জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
এর আগে দোহায় শুক্রবার নির্ধারিত ২০ ওভারে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৬ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় ভারতও সমান উইকেটে সমান রান করে ম্যাচকে নিয়ে আসে সমানতায়।
Leave a Reply