1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
চিতলমারী বাজার কমিটির নির্বাচনে সভাপতি প্রার্থী সোয়েবের ইশতেহার চিতলমারীতে উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩০৫০ কৃষককে বিনামূল্যে ধান বীজ প্রদান খুলনা-৬ আসনে ধানের শীষের বিজয়ে বাপ্পী–এনামুলের ঐক্য টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের অভিযানে মালয়েশিয়ায় পাচারকালে নারী শিশুসহ উদ্ধার ২৮ বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সভা ঘোড়াঘাটে অটো ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে চারজন গ্রেফতার মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য সামগ্রী পাচারকালে ৯ চোরাকারবারী আটক আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, চেয়েছেন দেশবাসীর কাছে দোয়া

খুলনা-৬ আসনে ধানের শীষের বিজয়ে বাপ্পী–এনামুলের ঐক্য

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে ধানের শীষ প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পীর সঙ্গে পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক ও তার সমর্থকদের অবশেষে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালেই উপজেলা সদরে এক মতবিনিময় সভায় এ ঐক্যের ঘোষণা আসে।

সভায় মনিরুল হাসান বাপ্পী ও এস এম এনামুল হক অতীতের সব ভুলবোঝাবুঝির অবসান ঘটিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তৃণমূল নেতাকর্মীরা এ ঐক্যকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নির্বাচনের পূর্বে এমন সমঝোতা মাঠে শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় বক্তব্যে মনিরুল হাসান বাপ্পী বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। বিএনপি বড় দল, এখানে অনেক যোগ্য নেতা থাকেন। এ কারণে কখনও কখনও গ্রুপভিত্তিক বিভাজন তৈরি হয়। ধানের শীষের নির্বাচনের জন্য আমরা ১৭ বছর অপেক্ষা করেছি। নির্যাতন, হামলা-মামলা সহ্য করেছি। এবার সুযোগ এসেছে-এবার জিততেই হবে। তাই ঐক্যের বিকল্প নেই।

এনামুল হক সম্পর্কে তিনি বলেন, এনামুল একজন জনপ্রিয় নেতা। তাকে নেতৃত্বে এগিয়ে আসতে আমি সবসময় সহায়তা করেছি। আমার ভুল ছিল, তারও ভুল ছিল। আজ থেকে সব ভুলে আমরা একসঙ্গে পথ চলবো। আগামীর রাজনীতিতে এনামুলকে নিয়ে দলকে শক্তিশালী করবো।

নির্বাচন কমিটি প্রসঙ্গে বাপ্পী জানান, উপজেলা কমিটি ছোট করা হলেও প্রয়োজন অনুযায়ী তা বর্ধিত করা হবে এবং গ্রহণযোগ্য নেতাদের নিয়ে শক্তিশালী সেন্টার কমিটি গঠন করা হবে।

সভায় সভাপতির বক্তব্যে এস এম এনামুল হক বলেন, ১৯৯০ সাল থেকে ছাত্রদল থেকে আজ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। কিছু লোকের ভুল তথ্যের কারণে আমরা দূরে সরে গিয়েছিলাম। এখন ধানের শীষের বিজয়ের জন্য বৈষম্য দূর করতে হবে, সকল নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং মনোনয়নবঞ্চিত সকল নেতাকে নিয়ে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন-সাবেক জেলা বিএনপি নেতা আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, সরদার ফারুক আহমেদ, এডভোকেট একরামুল হক বিশ্বাস, ইব্রাহিম গাজী, আবুল বাশার বাচ্চু, আব্দুস সাত্তার মোড়ল, আনোয়ারুল কাদীর, হাবিবুর রহমান, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজীব নেওয়াজ, আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, দীপঙ্কর বাবু, সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দীর্ঘদিনের দূরত্ব ও নেতাকর্মীদের মাঝে তৈরি হওয়া ভুলবোঝাবুঝির অবসান হওয়ায় এনামুল হক সমর্থকদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস দেখা যায়। যদিও অপর পক্ষের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি, তবে তৃণমূল নেতাকর্মীরা আশা করছেন-এই ঐক্য নির্বাচনি মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট