1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
চিতলমারী বাজার কমিটির নির্বাচনে সভাপতি প্রার্থী সোয়েবের ইশতেহার চিতলমারীতে উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩০৫০ কৃষককে বিনামূল্যে ধান বীজ প্রদান খুলনা-৬ আসনে ধানের শীষের বিজয়ে বাপ্পী–এনামুলের ঐক্য টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের অভিযানে মালয়েশিয়ায় পাচারকালে নারী শিশুসহ উদ্ধার ২৮ বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সভা ঘোড়াঘাটে অটো ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে চারজন গ্রেফতার মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য সামগ্রী পাচারকালে ৯ চোরাকারবারী আটক আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, চেয়েছেন দেশবাসীর কাছে দোয়া

চিতলমারী বাজার কমিটির নির্বাচনে সভাপতি প্রার্থী সোয়েবের ইশতেহার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের ঐতিহ্যবাহী চিতলমারী উপজেলা সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫ টায় সভাপতি প্রার্থী চেয়ার প্রতীকের মোঃ সোয়েব হোসেন গাজী আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী ১৪ দফা ইশতেহার ঘোষণা করেন।
চিতলমারী উপজেলা সদর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিসমিল্লাহ মৎস্য আড়তের স্বত্ত্বাধিকারী মোঃ সোয়েব হোসেন গাজী ইশতেহার ঘোষণা করে বলেন, ‘নির্বাচনে আমি জয়ী হলে বাজারের ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে প্রতি শুক্রবার দিন ১২ টার পর সকল দোকান বন্ধ থাকবে। কাপড় পট্টি ও গার্মেন্টস পট্টি এলাকায় গণ শৌচাগারের ব্যবস্থা করা হবে। বাজারের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা হবে। বাজারের সৌন্দর্য বৃদ্ধির জন্য ৫০ টি ল্যাম্প পোস্টের ব্যবস্থা করা হবে। বাজারের শৃঙ্খলা বৃদ্ধির লক্ষে ফুটপাতের ব্যবসায়ীদের সাথে আলোচনা করা হবে। বাজার কমিটিতে মহিলাদের অর্ন্তভূক্ত করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে নৈশ প্রহরী ও সিসি টিভি ক্যামেরার ব্যবস্থা করা হবে। পরিস্কার পরিচ্ছন্নতার জন্য নিয়মিত তদারকি করা হবে। নদী পাড়ের রাস্তাটির সৌন্দর্য বৃদ্ধি করা হবে। সুপেয় পানির ব্যবস্থা করা হবে। অগ্নিনির্বাপন ব্যবস্থা জোরদার করা হবে। বিদ্যুৎ সংযোগ সংস্কার করা হবে। বাজারকে যানজটমুক্ত করা হবে। কবরস্থান ও শ্মশানকে নতুনরুপে সংস্কার করা হবে। তাই আপনাদের মহামূল্যবান ভোটে আমাকে জয়যুক্ত করুন, যাতে পরিচ্ছন্ন ও আধুনিক বাজার গঠনে আপনাদের সার্বক্ষণিক পাশে থাকতে পারি।’
ইশতেহার ঘোষণার সময় গাজী আব্দুর রহমান, রাজু মুন্সি, গাজী মুজিবুর রহমান, গাজী আমির আলী, গাজী এনামুল হক ও বাজারের ব্যবসায়ী এবং চিতলমারী উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে ঘিরে ৫টি পদের বিপরীতে ১১ জন নির্বাচন করছেন। আগামী ২৮ নভেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে মোঃ শহর আলী গাজী, মোঃ শোয়েব হোসেন গাজী ও মোঃ মনিরুজ্জামান খান, সাধারন সম্পাদক পদে শেখ আসাদুজ্জামান ও জয়নুল পারভেজ সুমন, সাংগঠনিক পদে মোঃ রাসেল শেখ ও সাদ্দাম শেখ, কোষাধ্যক্ষ পদে রাজু তালুকদার ও লিটন, দপ্তর সম্পাদক পদে অনুপম সাহা ও সৈয়দ সিব্বির ভোট যুদ্ধে অংশ করছেন। মোট ৭০৮ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট