1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
চিতলমারী বাজার কমিটির নির্বাচনে সভাপতি প্রার্থী সোয়েবের ইশতেহার চিতলমারীতে উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩০৫০ কৃষককে বিনামূল্যে ধান বীজ প্রদান খুলনা-৬ আসনে ধানের শীষের বিজয়ে বাপ্পী–এনামুলের ঐক্য টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের অভিযানে মালয়েশিয়ায় পাচারকালে নারী শিশুসহ উদ্ধার ২৮ বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সভা ঘোড়াঘাটে অটো ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে চারজন গ্রেফতার মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য সামগ্রী পাচারকালে ৯ চোরাকারবারী আটক আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, চেয়েছেন দেশবাসীর কাছে দোয়া

বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের রামপালে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নাগরিক ফোরামের রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ নভেম্বর) সকালে নাগরিক ফোরামের আয়োজনে রে‌লি ও মানববন্ধন শেষে উপজেলার মিলনায়তনে এক আলোচনা সভা করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান উ‌দ্বোধন করেন রামপাল উপজেলা সমাজ‌ সেবা কর্মকর্তা এবং এন‌জিও সমন্বয় ফোরামের সাধারন সম্পাদক মো: শা‌হিনুর রহমান
উপজেলা নাগরিক ফোরামের সভাপতি সবুর রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়, রচনা প্র‌তি‌যো‌গিতার পুরস্কার বিতরনী ও নাট্য প্রদর্শীতে বিশেষ অতিথি ছিলেন বি‌শিস্ট সমাজ‌সেবক অবসরপ্রাপ্ত সরকা‌রি কর্মকর্তা মো: মোজাফ্ফর হো‌সেন।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ‌জেলা নাগ‌রিক ফোরাম যুগ্ম সম্পাদক সুজন মজুমদার, মোতাহার হো‌সেন ম‌ল্লিক, কাজী ফারজানা মু‌ন্নি, রিক্তা খানম, মো:‌মোহতা‌দির প্রমূখ। আলোচনা সভার পরিচালনা করেন নির্মান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন।অনুষ্ঠা‌নে সচেতনতামূলক পথ নাটক প্রদর্শন করা হয় এবং সুলতানার স্বপ্ন: প্রে‌ক্ষিত নারীর মানবা‌ধিকার বিষ‌য়ে শিক্ষার্থীদের নিয়ে আ‌য়ো‌জিত রচনা প্রতিযোগিতায় ৫ জনকে পুরস্কৃত করা হয়।
সভায় জানানো হয়, চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ৩৬৩টি পারিবারিক সহিংসতায় ৩২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০৮ জন নারী ও শিশু খুন হয়েছেন। শুধু স্বামীর হাতেই খুন হন ১৩৩ নারী। স্বামীর পরিবারের সদস্যদের হাতে ৪২ জন এবং নিজ পরিবারের সদস্যদের হাতে ৩৩ জন খুন হন। পারিবারিক সহিংসতার জেরে আত্মহত্যা করেন ১১৪ জন। জাতীয় নারী সুরক্ষা হেল্প লাইন ১০৯ এর তথ্য অনুযায়ি, এই সাত মাসে শারিরীক ও মানসিক নির্যাতনের শিকার নারীর জন্য আইনী সহায়তা চেয়ে প্রায় ৪৯ হাজার কল এসেছে। বক্তারা এই পরিস্থিতিকে নারীর মানবাধিকার ও লিঙ্গ সমতা নিশ্চিত করার ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, ১৯৮১ সালে দক্ষিণ আমেরিকার এক নারী সম্মেলনে ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়া হয়। ১৯৯৩ সালে বিশ্ব মানবাধিকার সম্মেলনে দিবসটিকে স্বীকৃতি দেয়া হয়। ১৯৯৯ সালে জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলে বিভিন্ন দেশে পাশাপাশি সময়ের কয়েকটি দিবসের সমন্বয়ে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পাৃলন করা শুরু হয়। এই সময়কালে কয়েকটি গুরুত্বপূর্ণ দিবসের মধ্যে রয়েছে ২ ডিসেম্বর আন্তর্জাতিক দাসপ্রথা বিলোপ দিবস, ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবা দিবস, ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট