1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার হলেন ড. মো: আতিকুস সামাদ খুলনায় ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের জন্য একদিনের মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন ঘোড়াঘাটে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহের উদ্বোধন দাকোপে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পাপুলের সমর্থনে বিশাল জনসভা মোংলায় কোস্টগার্ড ও পুলিশের অভিযানে হরিণের মাংসসহ চোরা শিকারি আটক ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ রাশিয়া-ইউক্রেন গোপন বৈঠক আয়োজন করল যুক্তরাষ্ট্র পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ৭ কর্মকর্তা

খুলনায় ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের জন্য একদিনের মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: খুলনায় ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের জন্য একদিনের মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) এর আয়োজনে এবং ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় কর্মশালাটি হোটেল এম্বাসিডারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক মোতাহার রহমান বাবু। উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামান পপলু, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস্) খুলনা প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামান, এসএ টিভি খুলনা বিভাগের প্রধান রকিবুল ইসলাম মতি, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল এবং সময় টেলিভিশনের খুলনা বিভাগের প্রধান আব্দুল্লাহ এম রুবেল।

অনুষ্ঠানে মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামান পপলু সাংবাদিকদের সামনে সাংবাদিকতার মূলনীতি, নিরাপত্তা, ডিজিটাল আইন, সংবাদ সংগ্রহের নিয়ম এবং অনলাইন-ডিজিটাল সাংবাদিকতার কার্যক্রম নিয়ে বিস্তারিত সম্মুখ ধারণা প্রদান করেন। তিনি বলেন, “একজন সাংবাদিকের দায়িত্ব শুধুমাত্র সংবাদ প্রকাশ করা নয়। সঠিক তথ্য যাচাই, নির্ভরযোগ্য উৎস নির্ধারণ, নৈতিকতা বজায় রাখা, এবং নিজের ও সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি সাংবাদিকের মৌলিক কর্তব্য। ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করার সময় তথ্যের সত্যতা যাচাই, সোশ্যাল মিডিয়ার প্রভাব, এবং ডিজিটাল আইন সম্পর্কে অবগত থাকা অপরিহার্য।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের জন্য প্রয়োজন সার্বিক দক্ষতা ও জ্ঞান—যেমন বিভিন্ন ধরনের সংবাদ সংগ্রহের পদ্ধতি, অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল, সাক্ষাৎকার গ্রহণ ও লেখা, প্রতিবেদনের গঠন এবং পাঠকের জন্য তথ্য স্পষ্টভাবে উপস্থাপন করা। এছাড়া অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় সতর্কতা, নিরাপদ সংবাদপ্রচার এবং নৈতিক সাংবাদিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মোস্তফা জামান পপলু সাংবাদিকদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং তথ্যের স্বচ্ছতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যতটা সম্ভব নিজেকে সব ধরনের সাংবাদিকী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখতে হবে। এটি আমাদের পেশাকে শক্তিশালী ও সমাজের কাছে বিশ্বাসযোগ্য করে তোলে।”

উক্ত অনুষ্ঠানে খুলনার বিভিন্ন গণমাধ্যমের ডিজিটাল সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন সিডাব্লু এফ-এর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আরফিন, মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মণ্ডলসহ কমিউনিটি ফোরামের সদস্যরা।

আয়োজকরা জানান, এই মিডিয়া ক্যাম্পেইন ডিজিটাল সাংবাদিকদের পেশাদারিত্ব, নিরাপত্তা সচেতনতা, অনলাইন দক্ষতা এবং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট