
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাইকগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পাইকগাছা বনানী সংঘের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বনানী সংঘের সভাপতি এমএম আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সংঘের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, এটিএম মনিরুজ্জামান, ইমান আলী মাষ্টার, সিনিয়র সাংবাদিক জিএ রশীদ, মিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা সরদার ফারুক আহমেদ, সাবেক কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল, ইলিয়াস হোসেন, ব্যাংক ব্যবস্থাপক মোশাররফ হোসেন, প্রভাষক জাহাঙ্গীর আলম, সাজ্জাদ আলী সরদার, রফিকুল ইসলাম, গাজী আব্দুস সামাদ, হুমায়ুন কবির, ইসরাফিল আহমেদ সহ অনেকে।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ আসিফুজ্জামান রাকিব।পরিশেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply